• বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুলছাত্র রিয়াদ হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার’র সাথে কর্মজীবী দলের নেতাকর্মীবৃন্দের শুভেচ্ছা বিনিময় চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্কুল ছাত্র’র কুপিয়ে হত্যা  জীবননগর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দ্বায়ে ১৪জন আটক   ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার টঙ্গীর স্বেচ্ছাসেবকদলের নেতা সুমন শেখ :  রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ বিচার শেষ না হওয়া পর্যন্ত আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ গাজীপুরে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল-যুবদল নেতাসহ আটক-১০ ভারতে যাওয়ার সময় দর্শনা জয়নগর চেকপোস্টে আওয়ামী লীগ নেতা গোলাম মোর্তুজা আটক আজ বিশ্ব ‘মা’ দিবস দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান বিপুল পরিমাণ মদ সহ আটক-১

চুয়াডাঙ্গা মুন্সিপুর সীমান্তে সোনার বার সহ পাচারকারী কাওসার আটক

grambarta / ১৩৩ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা ৬-বি‌জি‌বি চোরাচালান বি‌রোধী অ‌ভিযান চা‌লি‌য়ে প্রায় ২০ ভ‌রি ওজ‌নের দু‌টি সোনার বারসহ পাচারকারী অ‌টো চালক‌ কাওসার আলীকে (৪০) অ‌টো গাড়ী সহ আটক কর‌তে সক্ষম হয়‌ছে। বুধবার (৫ জুন) সকাল ১০ টার দি‌কে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার সীমান্তবর্তী কুতুবপুর পাঁকা রাস্তায় চোরাচালান বি‌রোধী এ অ‌ভিযান চালায় ৬-বি‌জি‌বি’র মু‌ন্সিপুর সীমান্ত ফাঁ‌ড়ির সদস্যরা। অ‌ভিযা‌নের সত্যতা নি‌শ্চিত ক‌রে চুয়াডাঙ্গা ৬-বি‌জি‌বি’র অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি) বুধবার বি‌কে‌লে এক প্রেস‌বিজ্ঞ‌প্তি‌তে জানান, সূত্রে জানাগেছে, বুধবার ৫ জুন সকাল ১০ টার দি‌কে চোরাকারবারী জেলার দামুড়হুদা উপ‌জেলার অন্তর্গত মুন্সিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কুতুবপুর গ্রামের মধ্যে দিয়ে স্বর্ণ চোরাচালান হবে মর্মে গোপন সূ‌ত্রে সংবাদ পাই। গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ৬-বিজি‌বি’র উপ-অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদ ও মুন্সিপুর বিওপি’র টহল কমান্ডার সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত মেইন পিলার ৯৩/৩-আর হতে আনুমানিক ১.৫ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে কুতুবপুর পাঁকা রাস্তার পার্শ্বে অপেক্ষা করে। এমন সময় একটি অটোরিক্সা এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে আটক করে বি‌জি‌বি। এসময় অটোরিক্সা চালক উপ‌জেলার মু‌ন্সিপুর গ্রা‌মের মৃত. আব্দুল কুদ্দু‌সের ছে‌লে কাওছার আলী পালানোর চেষ্টা করলে টহলদল তাকে আটক করে। প‌রে তার দেহ তল্লা‌শি ক‌রে কোম‌রে রাখা ১৯ দশ‌মিক ৮৯ ভ‌রি (২৩২ গ্রাম) ওজ‌নের ২ টি সোনার বার উদ্ধার ক‌রেন। বিজিবি সশস্ত্র টহল দল আটককৃত অটোরিক্সা চালক মো. কাওছার আলীকে (৪০) জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার শরীরে পরিহিত লুঙ্গির ভাজে কোমরের সাথে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২৩২ গ্রাম (১৯.৮৯ ভরি) ওজনের ২টি স্বর্ণের বার উদ্ধার করেন। এ ব্যাপারে হাবিলদার মুন্সি মুজিবর রহমান বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দা‌য়ের ক‌রে আটককৃত আসামীকে দামুড়হুদা থানায় হস্তান্তর পূর্বক জব্দকৃত সোনার বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর