• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক কারবরি আটক দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান : ফেন্সিডিল ও গাজা সহ মাদক কারবারি স্বপন আটক টঙ্গী সাব-রেজিস্ট্রার ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি জাহাঙ্গীর সম্পাদক বকুল সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন বড়াইগ্রামে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ১০ শিবগঞ্জে সম্পত্তি আত্মসাৎ ও গাজলু (ভারসাম্যহীন) গুমের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরনের বিচারের দাবিতে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল বৃহস্পতিবার সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া দর্শনায় আখরোপন লক্ষ্যমাত্রা অর্জন ও পরিস্কার -পরিচ্ছন্ন আখ সরবরাহ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত  তারা যেন আবেগের বশে জাতির প্রত্যাশার বাইরে কাজ না করে, চুয়াডাঙ্গায় জামায়াতের আমির

গাজীপুরে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু, আহত ৪

grambarta / ৪৮ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

নিহত এএসএম এমদাদুল হক আকলু (৬০)। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে এমদাদুল হক আকলু (৬০) নামে বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মোক্তারপুর ইউনিয়নের নাশু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত এএসএম এমদাদুল হক আকলু (৬০) মোক্তারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- রাথুরা গ্রামের জসিম উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম (৩৫), ফাইজ উদ্দিন শেখের ছেলে মনজু শেখ (৬৫), রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল শিকদারের ছেলে সীমান্ত শিকদার ইমন (২৪) এবং বজলুর সরকারের ছেলে মেহিদী হাসান সরকার (৩১)। নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি এমদাদুল হক আকলু গ্রুপের মৌন সমর্থন ছিলো মোক্তারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভপাতি শরিফুল ইসলাম তোরণের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মো. আখতারুজ্জামানের (ট্রাক) পক্ষে। অপরদিকে প্রতিপক্ষ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ গ্রুপ সরাসরি সমর্থন দিয়েছিলে আওয়ামী লীগের প্রার্থী মেহের আফরোজ চুমকিকে (নৌকা)। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সম্প্রতি ক্ষমতার পালা বদলের পর এলাকায় দুই পক্ষের মধ্যেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিলো। বৃহস্পতিবার আকলু গ্রুপের লোকজন নূর মোহাম্মদ গ্রুপকে আওয়ামী লীগের দালাল আখ্যা দিয়ে এলাকায় প্রচারণা করে। শুক্রবার সকাল ১০টার দিকে আকলুর নেতৃত্বে স্থানীয় নেতা-কর্মীরা ৮-১০ টি মোটরসাইকেল নিয়ে এলাকায় মহড়া দিয়ে মিছিল করে। একপর্যায়ে তারা নাশু মার্কেট এলাকায় অবস্থান নিলে নূর মোহাম্মদ গ্রুপের প্রায় ৪০-৫০ জন নারী-পুরুষ মিলে তাদের ধাওয়া করে। সে সময় নূর মোহাম্মদ গ্রুপের লোকজন আকলুকে আটক করে পিটিয়ে গুরুতর আহত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে নিহত আকলুর লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে কালীগঞ্জ থানা পুলিশ। এছাড়াও আকলুকে রক্ষা করতে গিয়ে আকলু গ্রুপের চারজন আহত হন। তাদের মধ্যে জহিরুল ও মনজু শেখকে উদ্ধার করে বেলা সাড়ে ১২ টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। ইমন ও মেহেদীকে দুপুর আড়াইটার দিকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।অপরদিকে ঘটনার পর দুপুর ১২টার দিকে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম তোরণের বাড়িতে ও অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। মোক্তারপুর ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজনু শেখ বলেন, দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি এমদাদুল হক আকলু নিহত হয়েছে। সংঘর্ষে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ ঘটনায় জড়িত বলে জানতে পেরেছি। গাজীপুরের জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. নাজমুস সাকিব খান বলেন, সংঘর্ষ বিএনপির দুই গ্রুপের মধ্যে তা স্পষ্ট হতে পারিনি। তদন্ত চলছে। পওে জানা যাবে। তবে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ওই হতাহতের ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর