নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহ র্যাব-৬ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২০১ বোতল ফেন্সিডেল সহ ৩ মাদক কারবারিকে আটক করেছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঝিনাইদহ সদর থানাধীন হাট গোপালপুর এলাকায় থেকে তাদেকে আটক করেছে। সূত্রে জানাগেছে, ১৭ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখ র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, ঝিনাইদহ জেলার সদর থানাধীন হাট গোপালপুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ভাতীয় ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি একই তারিখ দিবাগত রাত আনুমানিক ০১.৪৫ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার সদর থানাধীন হাট গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঝিনাইদহ টু মাগুরা মহাসড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় আটক করা হয় মাগিড়া জেলার শালিখা থানার আড়পাড়া গ্রামের মৃত সিদ্দিক সর্দারের ছেলে মোঃ সোহের আলী (২৫), চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার দোয়ার পাড়া গ্রামের মোঃ ফিরোজ আলীর ছেলে মোঃ ফারুক হোসেন (৪০) ও মাগুড়া সদর উপজেলার বাহার বাগ গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে মোঃ সাজ্জাদুর রহমান কে (৪৫) তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২০১ বোতল ফেন্সিডিল ১টি প্রাইভেট কার ডকুমেন্টসহ, ১টি প্রাইভেট কারেরে চাবি, ৪টি মোবাইল ফোন, নগদ-৬৩,৮১০/- (তেষট্টি হাজার আটশত দশ) টাকা। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করে আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।