• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতে ইসলামী আদর্শ থেকে এক চুলও বিচ্যুত হয় না : কর্মী সমাবেশে-রুহুল আমীন চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন : সভাপতি মাহমুদুল হাসান খান বাবু, সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ নাটোরে অবৈধভাবে আলু মজুদ করায় ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা ১৪ বছর পর চুয়াডাঙ্গায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত শিবগঞ্জে শিশুদের সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত সিংড়ায় জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাংলাদেশ অনলাইন তৃণমূল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন : চেয়ারম্যান মনির ও মহাসচিব শাওন নাটোরে বিপুল পরিমাণ জাল নোট সহ পাঁচজন আটক চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অভিযানে ৩০৬ গ্রাম ওজনের ভারতীয় তৈরীকৃত স্বর্ণের গহনা জব্দ   কুষ্টিয়া র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি আটক

দর্শনায় আখরোপন লক্ষ্যমাত্রা অর্জন ও পরিস্কার -পরিচ্ছন্ন আখ সরবরাহ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত 

grambarta / ৫৪ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা দর্শনা প্রতিনিধি :  চুয়াডাঙ্গার দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানির আখরোপন, মাড়াই মৌসুমে আখরোপন লক্ষ্যমাত্রা অর্জন ও পরিস্কার -পরিচ্ছন্ন আখ সরবরাহের লক্ষ্যে আখচাষিদের নিয়ে বিভিন্ন কলাকৌশল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ টায় মিলসগেট পূর্ব সাবজোনের ১৫নং ইউনিটের দোস্ত সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে বিশিষ্ট আখচাষি ও আখচাষি কল‍্যাণ গ্রুপের সাধারণ সম্পাদক মো.আ.বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। । এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু এ‍্যাণ্ড কোং (বাংলাদেশ)লি.এর নবনিযুক্ত ব‍্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান এফসিএমএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমন কুমার সাহা, মহাব্যবস্থাপক (কারখানা), মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া, মহাব‍্যবস্থাপক(কৃষি), ও মো.মাহবুবুর রহমান,ডিজিএম (সম্প্রসারন)। প্রধান অতিথি রাব্বিক হাসান এ মিলে যোগদানের পর থেকেই আখ রোপনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চাষি মিটিং এ যোগদান ও আখের প্লট পরিদর্শনে গুরুত্ব দিয়েছেন। তিনি মাঠ পর্যায়ে চাষীদের মাঝে হাজির হয় আখচাষিদের বিভিন্ন অভিযোগ শোনেন এবং তা ন‍্যায‍্যতার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন।সভায় আখচাষিদের বিভিন্ন প্রশ্নের জবাবে আখচাষ বৃদ্ধি করতে যা যা যৌক্তিকভাবে করা সম্ভব সবকিছুই করতে তিনি উপস্থিত চাষীদের আশ্বস্ত করেন। সভায় মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা অধিক চিনি আহরনের জন‍্য পরিস্কার -পরিচ্ছন্ন ও টপট্রাসমুক্ত আখ মিলে সরবরাহ করার জন‍্য উপস্থিত চাষিভাইদের বিনীত অনুরোধ করেন। মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া আখরোপনে বিশেষ করে বীজ শোধন করার প্রতি গুরুত্বারোপ করেন যাতে অল্প জমি হতে অধিক ফলন নিশ্চিত করা যায়।আখচাষিদের আগ্রহ এবং সাবজোন প্রধান ও সিডিএ’র ঐকান্তিক প্রচেষ্টায় আশা করি আখরোপন বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর