নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এক মাদক কারবরিকে আটক করেছে। আটককৃত কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৩৫০ ট্যাপেন্ডা ট্যাবলেট । ২১ অক্টোবর বৃহস্পতিবার বেলা ২ টার দিকে বোয়ালমারী থেকে তাকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলায় বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গার পরিদর্শক নাজমুল হোসেন খান এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর বিভাগীয় ১৪ জন স্টাফ ও ৫৫ পদাতিক ডিভিশনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আমিনুল ইসলাম এর নেতৃত্বে সেনাবাহিনী ১৬ জন সদস্য সহ চুয়াডাঙ্গা সদর থানাধীন বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের তারেক আজিজ (ক্যাপ্টেন) স্ত্রী সজনী খাতুন (৩৫) আটক করা হয়। আটককৃতর নিজ দখলীয় বাড়ি থেকে উদ্ধার করা হয় ১৩৫০ ট্যাপেন্ডা ট্যাবলেট। উক্ত আসামীদের বিরুদ্ধে নাজমুল হোসেন খান পরিদর্শক বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি চলছে ।