• শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ টঙ্গীতে ভূমিদস্যুদের হাত থেকে খেলার মাঠ রক্ষার জন্য মানববন্ধন ও গনস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল টঙ্গীতে বিদ্যুৎ স্পৃষ্টে কাউন্সিলর প্রার্থীর মৃত্যু টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযান : দুই থানায় গ্রেফতার-৬৫ জীবননগরের গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা টঙ্গীর আব্দুল্লাহপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহফুজকে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যাকান্ডে জড়িত ছিনতাই চক্রকে গ্রেফতার করেছে র‌্যাব-১ টঙ্গীতে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টঙ্গীতে মাদ্রাসার পাশে থেকে ডাস্টবিন সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন ঋণের টাকা পরিশোধ না করায় নারীকে তালাবদ্ধ রাখার অভিযোগ বিআরডিবি অফিসের এক কর্মকর্তার বিরুদ্ধে

জীবননগরের গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

grambarta / ৬১ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের (বাঁকা পশ্চিমপাড়া) গ্রামে গলায় ফাঁস দিয়ে সালমান (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে। (১৫ই জুলাই) রাত আড়াইটার দিকে তার নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সালমান বাঁকা গ্রামের আলমগীরের পুত্র। পরিবারে এক ভাই ও একবোনের মধ্যে সে সবার বড়। এছাড়াও সালমানের পিতা আলমগীর হোসেন অন্যত্র থাকেন সেই সাথে পরিবারের সাথে তার দীর্ঘদিন কোন যোগাযোগ নাই। নিহতের মা সালেহা জানান, সালমান মানসিক ভারসাম্যহীন ছিল। আর সে কারণে সে অস্বাভাবিক চলাফেরা করতো। সংসার জীবনে তার আট বছর ও তিন বছরের দুই পুত্র সন্তান রয়েছে। কিন্তু পারিবারিক কলহের জের ধরে তার সন্তানর ও বউ তিন মাস ধরে বাপের বাড়ি সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়ায় অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ২ টার দিকে সে বাইরে থেকে বাড়িতে এসে ঘরে ঢুকে ঘরের দরজা লাগিয়ে দেয়। কিন্তু আমি তার অস্বাভাবিক আচরণ দেখে কিছুক্ষণ পর জালানার ফাঁকা অংশ দিয়ে দেখি আমার পুত্র গলায় ফাঁস দিয়েছে। এরপর আমার আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে দরজা ভেঙে সালমানের মৃতদেহ উদ্ধার করে। এদিকে সালমানের স্ত্রী সোনিয়া খাতুন বলেন, আমার বিয়ে হয়েছে দীর্ঘ ৯ বছর। আমার দুইটা পুত্র সন্তান রয়েছে। কিন্তু সালমান মাদকে আসক্ত হয়ে পড়ে সেই সাথে মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। সে প্রতিনিয়ত আমাকে মারধর করতো এবং সংসার চালাতে পারত না। এ কারণে আমি রাগ করে বাপের বাড়িতে চলে আসি এবং তিন মাস ধরে অবস্থান করছি। আর এ বিষয়ে জীবনকে থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, যুবকের গলায় দড়ি দেওয়ার ঘটনাটি আমরা শুনেছি ইতিমধ্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়াও তদন্তপূর্বক পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর