কালিমুল্লাহ ইকবাল : টঙ্গীর বিশিষ্ট সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব আব্দুল লতিফ গাজী রবিবার ভোররাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ছিলেন এলাকার একজন প্রিয়মুখ, মানবিক গুণাবলিতে সমৃদ্ধ একজন দানশীল ব্যক্তি। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি অসংখ্য মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন।মরহুম আলহাজ্ব আব্দুল লতিফ গাজী জীবদ্দশায় টঙ্গীর উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুনগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। রবিবার বাদ জোহর রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে গাজী বাড়ি জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের অসংখ্য নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরবর্তীতে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, মরহুম আলহাজ্ব আব্দুল লতিফ গাজী টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের পিতা। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।