নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন ও রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল ও ওয়ার্ড যুবদলের দলীয় কার্যালয় আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করা হয়েছে। ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল খালেক এর আয়োজনে ও বিএনপি, যুবদল ছাত্রদল সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর স্বতঃস্ফূর্ত অংগ্রহনে শুক্রবার (২২ আগস্ট) বেলা ১১ টার সময় টঙ্গী রেলওয়ে ষ্টেশন সংলগ্ন ৪৬ নং ওয়ার্ড যুবদলের নতুন অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জসীম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ মিয়া, ৪৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন ভুলু, বিএনপি নেতা আরাফ, রিফাত, দাউদ বিল্লাল, সালাউদ্দিন, শহীদ ৫৬ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল আজিজ শহিদ জিয়া স্মৃতি সংসদের ৪৬ নং ওয়ার্ড সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মনির মিয়া, আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।