• রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম
মহাখালীর টিবি গেইটে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামি জসিম’কে আটক করেছে র‌্যাব-১ মহাখালীর টিবি গেইটে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামি জসিম’কে আটক করেছে র‌্যাব-১ ‘জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন’ টঙ্গীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন ও রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং ওয়ার্ড যুবদলের অফিস উদ্বোধন সমুদ্রের ঢেউ আর বন্ধুত্বের হাসি : কক্সবাজার ভ্রমণ-২০২৫ এ ফ্রেন্ডস’৯৪ টঙ্গী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দর্শনায় বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ গাজী’র ইন্তেকাল ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতায় ক্রীড়াঙ্গন ধ্বংসের পথে-আমিনুল হক টঙ্গীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

মহাখালীর টিবি গেইটে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামি জসিম’কে আটক করেছে র‌্যাব-১

grambarta / ৪১ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীতে প্রকাশ্য দিবালোকে অস্ত্র ঠেকিয়ে চাঁদপুর ড্রাগ হাউজ নামক ফার্মেসী হতে চাঁদা নেওয়ার চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামি জসিম উদ্দিনকে আটক করেছে র‍্যাব-১ শনিবার (২২ আগস্ট) ৭.৪৫ ঘটিকার সময় গাজীপুর জেলার পূবাইল থানাধীন বাদন এলাকা থেকে ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত প্রধান আসামি মোঃ জসিম উদ্দিন’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য গত ১৮ আগস্ট ২০২৫ তারিখ বেলা ০১ ঘটিকার সময় রাজধানী মহাখালীর টিবি গেইট এলাকার জিপি ছ-৩২/৭ এ চাঁদপুর ফার্মেসীর ভিতরে ৩ জন বিক্রেতা ও বাইরে কয়েকজন ক্রেতা অবস্থান করেছিলেন। এসময় একজন কালো গেঞ্জি পরিহিত এক ব্যক্তি এসে বিক্রেতাদের ডাকেন। তারা তাৎক্ষণিক সাড়া নাদিলে কোমড় থেকে পিস্তল বের করে অস্ত্র উচিয়ে কিছু একটা বলতে থাকে ঐ ব্যক্তি। এক পর্যায়ে ১০ হাজার টাকা দিলে তিনি ঐ স্থান ত্যাগ করে। উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে উক্ত চাঁদাবাজির ঘটনায় জড়িত অজ্ঞাত কালো গেঞ্জি পরা ব্যক্তিকে শনাক্ত করণে র‌্যাব-১ এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং চাঁদাবাজদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। ঘটনাস্থল এবং আশপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ পূর্বক বিশ্লেষণ করতঃ মাঠ পর্যায়ে বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে চাঁদাবাজিতে অংশগ্রহনকারী কালো গেঞ্জি পড়া ব্যক্তিটি টিবি গেইট এলাকারই পানি ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন (৩৯), থানা- পূবাইল, জেলা- গাজীপুর বলে সনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে উল্লিখিত ২২ আগস্ট ২০২৫ তারিখ বনানী থানায় একটি মামলা রুজু হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১ আভিযানিকদল বিশ্বস্থ সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারে যে, উক্ত মামলার প্রধান আসামি মোঃ জসিম উদ্দিন(৩৯) বর্তমানে গাজীপুর জেলার পুবাইল থানা এলাকায় আত্মগোপনে আছে। তৎক্ষনাৎ র‌্যাব-১ এর চৌকস আভিযানিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গাজীপুর জেলার পূবাইল থানাধীন বাদন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বর্ণিত চাঁদাবাজি মামলা রুজু হওয়ার ১২ ঘন্টার মধ্যে অর্থাৎ ২২ আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক ৭.৪৫ ঘটিকার সময় ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত প্রধান আসামি মোঃ জসিম উদ্দিন’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি জসিম উদ্দিন’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে।গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানায় যে ইতোপূর্বে উক্ত ফার্মেসী হতে চাঁদা চেয়ে চাঁদা না পেয়ে সে ক্ষিপ্ত হয়। পরবর্তীতে চাঁদা আদায়ের লক্ষে উক্ত ঘটনায় জড়িত অস্ত্রধারী অপর আসামীর সাথে পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী আসামীদ্বয় ঘটনার আগের রাতে একই জায়গায় রাত্রি যাপন করর গত ১৮ আগস্ট ২০২৫ তারিখ সকালে অস্ত্রসহ মটর সাইকেল যোগে টিবি গেইট এলাকায় যান এবং চাঁদপুর ড্রাগ হাউজ নামক ফার্মেসী হতে প্রকাশ্য দিবালোকে উক্ত পিস্তল ঠেকিয়ে জীবন নাশের ভয় দেখিয়ে দশ হাজার টাকা চাঁদা নিয়ে মটর সাইকেল যোগে পালিয়ে যায়। উক্ত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করলে আসামিদ্বয় আত্মগোপনে চলে যায়। সে আরও জানায় উক্ত ঘটনার সাথে জড়িত অপর আসামি এবং ঘটনায় ব্যবহৃত আলামত মহাখালী এলাকাতে অবস্থান করছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি জসিম উদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিএমপির বনানী থানাধীন মহাখালী দক্ষিন পাড়া এলাকা হতে উক্ত ঘটনায় ব্যবহৃত মটর সাইকেল উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপর আসামি অন্যত্র পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জসিম আরও জানায়, সে একজন পানি ব্যবসায়ী হলেও জুলাই অভ্যূত্থানের পরবর্তী সময়ে বিভিন্ন দলের নাম ভাঙিয়ে অধিক আয়ের আশায় দীর্ঘদিন যাবত তারা মহাখালী-বনানীতে চাঁদাবাজি করে আসছে। উল্লেখ্য গ্রেফতারকৃত আসামি মোঃ জসিম উদ্দিন এর বিরুদ্ধে ইতোপূর্বে হত্যা, ডাকাতি ও মারামারি ঘটনায় তিনটি মামলা রয়েছে। উক্ত চাঁদাবাজির ঘটনার সাথে জড়িত অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা এবং অস্ত্র উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামি মোঃ জসিম উদ্দিন’কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ডিএমপি ঢাকার বনানী থানায় হস্তান্তর করা হবে। সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর