• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৃতিতে উঁকি দিচ্ছে শিতের আগমনী বার্তা জীবননগর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম পুলিশের হাতে গ্রেফ’তার চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক কারবরি আটক দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান : ফেন্সিডিল ও গাজা সহ মাদক কারবারি স্বপন আটক টঙ্গী সাব-রেজিস্ট্রার ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি জাহাঙ্গীর সম্পাদক বকুল সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন বড়াইগ্রামে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ১০ শিবগঞ্জে সম্পত্তি আত্মসাৎ ও গাজলু (ভারসাম্যহীন) গুমের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরনের বিচারের দাবিতে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল বৃহস্পতিবার সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের জন্য ময়দানের সকল প্রস্তুতি সম্পন্ন , মাঠ হস্তান্তরকালে জেলা প্রশাসক : দ্বীতিয় পর্বেও একই নিরাপত্তা থাকবে, জিএমপি কমিশনার

grambarta / ১২১ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বিশ্বইজতেমার প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও একই নিরাপত্তা ব্যবস্থা আছে। এক্ষেত্রে আমরা কোন পরিবর্তন করিনি। কারণ প্রথমপর্বে যে ব্যবস্থা আমরা নিয়েছিলাম তাতে প্রথম পর্বের ইজতেমা অত্যন্ত সুচারুভাবেই সম্পন্ন হয়েছে। গোয়েন্দা তৎপরতা থেকে শুরু করে ক্যামেরা সার্ভিলেন্স ও ড্রোন সার্ভিলেন্স, পুলিশ-র‌্যাবের কার্যক্রমসহ সকল নিরাপত্তা ব্যবস্থা একই থাকবে, কোনরকম পরিবর্তন হবে না। মঙ্গলবার দুপুরে টঙ্গীতে ইজতেমা ময়দানের পাশে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে পুলিশ কমিশনার এসব কথা বলেন। এসময় গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. ইব্রাহিম খান, মোহাম্মদ ইলতুৎ মিশসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার বলেন, মঙ্গলবার দুপুরে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তা ও প্রতিনিধিসহ ইজতেমার দুই পর্বের মুরুব্বীদের সঙ্গে ইজতেমা ময়দান হ্যান্ডওভার ও টেকওভার করতে আলোচনা হয়েছে। এসময় ছোট-খাটো কিছু আপত্তির দেখা দিলে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করা হয়েছে। দ্বিতীয় পর্বের ইজতেমা শেষে তারা আবার শান্তিপূর্ণভাবে প্রশাসনের কাছে টেকওভার করবে। শান্তিপূর্ণভাবে যাতে ইজতেমা ময়দান হ্যান্ডওভার ও টেকওভার কার্যটি সম্পন্ন হয় সেজন্য উভয় পক্ষ সম্মত হয়েছেন। কমিশনার আরো বলেন, ইজতেমা ময়দানে উপরে টানানো সামিয়ানা ও নিচে ব্যবহৃত চাটাই ১ম পক্ষের মুসুল্লীরা রেখে যাবেন যাতে ২য় পর্বের ইজতেমার মুসুল্লীদের জন্য ময়দান প্রস্তুতির কাজ অল্প সময়ের মধ্যে ও সুন্দরভাবে সম্পন্ন হয়। আইনশৃঙ্খার যাতে নষ্ট না হয়, শান্তিপূর্ণভাবে যাতে ইজতেমা ময়দান হেন্ডওভার-টেকওভার করতে পারে এবং দ্বিতীয় ইজতেমা শুরু হয় তারজন্য আমরা ব্যবস্থা নিয়েছি। এক পর্বে ইজতেমা অনুষ্ঠিত হলে পুলিশসহ প্রসাশনের সকলের জন্যই ভালো হতো। আমরা বাড়তি চাপ থেকে মুক্ত থাকতাম। আমি আশা করছি তাবলীগ জমাতের এ বিভক্তি এক সময় ঠিক হয়ে যাবে। সরকারের তরফ থেকেও তাদের মধ্যে বিভক্তি চেষ্টা করে যাচ্ছে। ইজতেমাশেষে ফিরতি পথে মুমুল্লীদের যাত্রা যাতে নির্বিঘ্ন হয় এবং সহজ ও সুগম হয় তার জন্য ট্রাফিক বিভাগ সর্বাত্মক সহায়তা করবে। এরআগে, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সমাপ্তির পর ইজতেমা ময়দান পুলিশ এবং প্রশাসনের তত্ত্বাবধানে ছিল। দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার জন্য আনুষ্ঠানিকভাবে ময়দান হস্তান্তর করা হয়েছে। বিকেলে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার জন্য মাওলানা সাদ অনুসারীদের নিকট আনুষ্ঠানিকভাবে ময়দান হস্তান্তর করা হয়েছে। বিশ্ব ইজতেমা ময়দানে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষে হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, ডিসি সাউথ মো. ইব্রাহিম খান, গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আব্দুল হান্নান, ইজতেমার মুরুব্বি খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান, আলমগীর হোসেন, হাবিবুল্লাহ রায়হান, মামুন হাশমী, ডা. আজগর, জমির আলী, আবুল হাসনাত, মোস্তফা কামাল, রুহুল আমিন প্রমুখ। গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার জন্য ময়দানের সকল প্রস্তুতি আগের মতো রয়েছে। এর মধ্যে ময়দান হস্তান্তর করা হয়েছে। ইজতেমায় মুসল্লিদের যাবতীয় সুযোগ-সুবিধা আগের মতোই রয়েছে, দ্বিতীয় পর্বেও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আগামী শুক্রবার (৯ ফেব্রুয়ারি) থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হয়ে চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত, সেদিন আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর