নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শাখা মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫০ এ্যম্পুল ইঞ্জেকশন সহ দুই মাদক কারবারিকে আটক করেছে। রবিবার (২৪ মার্চ) সকাল ৭ ঘটিকার সময় চুয়াডাঙ্গা সদর থানাধীন দৌলতদিয়ার চুনরিপাড়া থেকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা এর দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ এর নেতৃত্বে এসআই মোঃ ওহিদুল ইসলাম, বিপিএম, এএসআই মোঃ আবু আল-ইমরান সহ সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর থানাধীন দৌলতদিয়ার চুনরিপাড়া গ্রামস্থ ১নং আসামীর বাসায়। এসময় আটক করা হয় দৌলতদিয়ার চুনুরি পাড়ার মৃত বদর উদ্দিনের ছেলে খোকন (৫০) ও তালতলা প্রাইমারি স্কুল পাড়ার মৃত আব্দুল বারেক আলীর ছেলে শহিদুল ইসলাম কে (৪০) গ্রেফতার আসামীর হেফাজত হতে উদ্ধার করা হয় ১৫০ এ্যম্পুল (একশত পঞ্চাশ) অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইনজেকশন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।