নিজস্ব প্রতিবেদক : দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫’শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৬ হাজার ৫’শ টাকা সহ দর্শনা মাছ বাজার এলাকার চিহ্নিত মাদক কারবারি মিনা কে (৪৫) আটক করেছে। ৪ মে শনিবার বেলা ৩ ঘটিকার সময় দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুর হরিজন মন্দিরের সামনে পলি (৫০), স্বামী-নুর আলম এর দ্বিতল ভবনের ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দর্শনা থানার এসআই মোঃ সেকেন্দার আবু জাফর সহ সঙ্গীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন পৌর এলাকার মোহাম্মদপুর হরিজন মন্দিরের সামনে পলি (৫০), স্বামী-নুর আলম এর দ্বিতল বাড়ীর ভাড়াটিয়া ধৃত আসামী মীনা (৪২) এর ভাড়া নেওয়া বসত ঘরের শয়ন কক্ষে। এসময় আটক করা হয় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা (ভুমিহীনপাড়ার) মৃত কলিম উদ্দিনের কন্যা ও মাছ ব্যবসায়ী মোঃ রিপনের স্ত্রী মীনা কে (৪২) তার হেফাজত থেকে উদ্ধার করা হয় অবৈধ মাদকদ্রব্য ৫০০ গ্রাম গাঁজা। যাহার মূল্য-১২ হাজার টাকা এবং মাদক বিক্রয়ের নগদ ৬,৫০০/- টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।