নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দর্শনায় মোবাইল দোকান ঘরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে চোরেরা দোকান ঘরের তালা কেটে প্রায় ১৩ লক্ষ টাকা মূল্যের মূল্যবান স্মার্টফোন চুরি করে নিয়ে গেছে বলে জানিয়েছে দোকান মালিক। সোমবার দিবাগত রাতে দর্শনা রেল বাজার বটতলার তরফদার মার্কেটের মোবাইল দোকান ঘরে চুরির ঘটনা ঘটে। জানাগেছে, দর্শনা রেল বাজার তরফদার সুপার মার্কেটের রমজান আলীর মোবাইল ঘর নামের দোকানের তালা কেটে চোরেরা মোবাইল ঘরে প্রবেশ করে। এরপর চোরেরা মোবাইল ঘরের মধ্যে প্রবেশ করে স্মার্টফোন মোবাইল ফোন সহ প্রায় ১৩’লক্ষ টাকা মূল্যের মূল্যবান ফোন চুরি করে নিয়ে পালিয়েছে চোরেরা। এদিকে ঈদকে সামনে রেখে এ দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চুরির আতঙ্ক বিরাজ করছে। এ মালামাল চুরির সময় চোরেরা দোকানের সামনে সার্টারে তালা লাগিয়ে দেওয়া ও মোবাইল ঘরের সিসি ক্যামেরা বন্ধ থাকা নিয়ে চুরির ঘটনা রহস্যজনক বলে বাজারের ব্যবসায়ী সহ উপস্থিত অনেকে ধারনা করছে। চুরি যাওয়া দোকান ঘর পরিদর্শন করেছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দর্শনা পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র প্যানেল মেয়র-১ রবিউল হক সুমন, দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতির সভাপতি টিপু সুলতান, সাধারন সম্পাদক সাবির হোসেন মিকা সহ ব্যবসায়ীরা। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, এঘটনায় এখনো পর্যন্ত কোন অভিযোগ হয়নি। তবে চুরির ঘটনা তদন্ত করা হচ্ছে।