নিজস্ব প্রতিবেদক : সবেমাত্র রিট খারিজ হয়েছে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ও নেহালপুর ইউনিয়ন বিভাজন নিয়ে। রিট খারিজ হলেও এখনো পর্যন্ত প্রশাষক নিয়োগ হয়নি বেগমপুর ও নবগঠিত নেহালপুর ইউনিয়ন পরিষদে। প্রশাসক নিয়োগ না হলে কি হবে। পুনঃগঠিত বেগমপুর ও নবগঠিত নেহালপুর ইউনিয়ন পরিষদের সীমানা ও জনসংখ্যা বিভাজন নিয়ে দীর্ঘদিন ধরে চলা সর্বপ্রকার আইনি জটিলতার পরিসমাপ্তি ঘটায় দুটি ইউনিয়নের দীর্ঘ ১৪ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আনন্দে মেতেছে নির্বাচনে মুখিয়ে থাকা চেয়ারম্যান ও মেম্বর পদপ্রার্থীরা। যে কারণে দুটি ইউনিয়নে নির্বাচনে অংশগ্রহণকারী সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বর পদপ্রার্থীরা শুরু করেছে আগাম প্রচার-প্রচারনা। ফলে বেগমপুর ও নবগঠিত নেহালপুর ইউনিয়নের পদপ্রার্থীরা ঈদকে সামনে রেখে ব্যাস্ত সময় কাটাচ্ছেন।সেসমস্ত চেয়ারম্যান ও মেম্বর পদপ্রার্থীরা নিজেদের পরিচিত জানান দিতে ইউনিয়নবাসীর নিকট দোয়া প্রার্থনা চেয়ে ঈদ শুভেচ্ছা জানিয়ে পাড়া-মহল্লা, হাট-বাজার ও রাস্তার মোড় সহ গুরুত্ব পূর্ণ স্থান গুলোতে দুটি ইউনিয়ন জুড়ে সাটানো হচ্ছে ব্যানার-ফেষ্টন। এ দুটি ইউনিয়নের মধ্যে নেহালপুর, বোয়ালিয়া, হিজলগাড়ি, কুন্দিপুর, কোটালী, ডিহি-কৃষ্ণপুর ও দোস্ত গ্রাম নিয়ে গঠিত নবগঠিত নেহালপুর ইউনিয়ন। এ ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে ভোটার সাধারনের মাঝে। এখনো পর্যন্ত ভোটের দিনক্ষণ ঠিক না হলেও ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য পদপ্রার্থীরা শুরু করে দিয়েছেন প্রচার-প্রচারনা। এ প্রচার-প্রচারনার মধ্যে ব্যানার-ফেস্টুন ছাড়াও মোটরসাইকেল শো-ডাউন। এ নির্বাচনকে ঘিরে নবগঠিত নেহালপুর ইউনিয়নে প্রার্থীতা জানান দিয়ে নিজের ছবি সম্বলিত ফেষ্টনে ঈদ শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চেয়েছে ইউনিয়নবাসীর নিকট। এ প্রার্থীদের মধ্যে রয়েছেন নেহালপুর গ্রামের স্কুল পাড়ার বাসিন্দা বর্তমান বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দার, নেহালপুর ইউনিয়নের কৃষ্ণপুর ডাক্তার পাড়ার বাসিন্দা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও বেগমপুর ইউনিয়ন পরিষদের সদস্য জিল্লুর রহমান (জুলমত)। হিজলগাড়ি বাজার পাড়ার সুন্নত আলীর ছেলে হিজলগাড়ি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল আজম মিন্টু, ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা নেহালপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহব্বায়ক ও সাবেক বেগমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক হামিদুল্লাহ, ডিহি ফার্মপাড়ার বাসিন্দা চুয়াডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আশরাফুল হক (মাছুম), দোস্ত গ্রামের বসুতিপাড়ার বাসিন্দা বেগমপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৃত সহিদ হোসেন বিশ্বাস এর কনিষ্ট পুত্র ডিস ক্যাবল ব্যাবসায়ী সুমন বিশ্বাস, কুন্দিপুর বড় মসজিদপাড়ার বাসিন্দা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা এবং ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম (টিটন),নেহালপুর দক্ষিণপাড়ার বাসিন্দা ও হিজলগাড়ি বাজারের গার্মেন্টস (কাপড়) ব্যাবসায়ী সুজাহান জোয়ার্দার, কোটালী গ্রামের দর্শনা পাড়ার বাসিন্দা সেলিম উদ্দিন। এদিকে শৈলমারী, নওদাঁগাহ-হরিশপুর, ঝাঝরি-যদুপুর, ফুরশেদপুর, বেগমপুর, আকন্দবাড়িয়া, রাঙ্গিয়ারপোতা, উজলপুর গ্রাম নিয়ে অন্য পূণঃগঠিত বেগমপুর ইউনিয়ন গঠিত। এ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে প্রচার-প্রচারনা শুরু করেছে বেগমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক সাবেক ভিপি জামাল উদ্দিন বেগমপুর কলোনীপাড়ার বাসিন্দা আওয়ামীলীগ সমর্থক প্রবাসী মোঃ শরিয়ত, বেগমপুর ইউনিয়ন আওয়াামীলীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য হরিশপুর গ্রামের বাসিন্দা সেলিম হোসেন, ইউনিয়নের উজলপুর গ্রামের মাঝপাড়ার বাসিন্দা বেগমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারী আসলাম উদ্দিন। তবে দুটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে প্রশাসক নিয়োগ হওয়ার পর তারা প্রার্থীতা জানান দিতে শুরু করবে এমনটা অনেকে মনে করছে।