• মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ গাজী’র ইন্তেকাল ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতায় ক্রীড়াঙ্গন ধ্বংসের পথে-আমিনুল হক টঙ্গীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক টঙ্গীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা :  মৃত্যু ঘিরে রহস্য গাজীপুরে হানিট্র্যাপের অভিনব কৌশলে যেভাবে শিকার হন যাত্রীরা ট্রাভেল ব্যাগে মাথা বিহীন আট টুকরো মরদেহ উদ্ধারের রহস্য উদ্ঘাটন : স্ত্রীকে অনৈতিক কথা বলার কারণে খুন হয় অলি : মূলহোতা সহ আটক-৩ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ টঙ্গীতে ট্রাভেল ব্যাগে মিলল যুবকের খণ্ডিত মরদেহ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি

গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নির্বাচনে প্রতীক বরাদ্দের পর জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

grambarta / ২০৩ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪

জাহাঙ্গীর আলম  : গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নির্বাচন জমে উঠেছে। সোমবার ১৫ টি পদের বিপরীতে ৪২ জন প্রার্থী কে প্রতীক বরাদ্দ দিয়েছে গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নির্বাচন কমিশন। এদিকে,প্রতীক বরাদ্দের পরপরই বিভিন্ন পদের প্রার্থীরা শুরু করেন নির্বাচনী প্রচারণা। এতে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। জানাগেছে গত ১৮ বছর ধরে হচ্ছে না গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নির্বাচন। দীর্ঘ সময় পর নির্বাচনী হাওয়া লাগায় ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির সদস্য ও শ্রমিকদের মাঝে বইছে আনন্দের জোয়ার। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার ১৫ টি পদের বিপরীতে মোট ৪২ জন্য প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছে। সোমবার ৮ জুন সকাল থেকে বিকেল পর্যন্ত তাদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন প্রার্থী, জাহিদুল ইসলাম জাহিদ (ছাতা প্রতীক) ও তৌহিদুজ্জামান শিমুল (হারিকেন প্রতীক)। সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচনে অংশগ্রহণ করেছে ৩ প্রার্থী। তারা হলেন,মো.সোহেল আহমেদ (টেলিভিশন) মো.সিরাজুল ইসলাম, (প্রজাপতি) ও মো.বিল্লাল হোসেন (হাতপাখা), সহ-সভাপতি পদপ্রার্থী মো.মাসুদ রানা (ঘুড়ি),মো.হানিফ (কুলা) মো.রুহুল আমিন (বৈদ্যুতিক ফ্যান), মো. মাসুদ (মই), মো.মুস্তাফিজুর রহমান (টেলিফোন),মো.বিল্লাল হোসেন(দেওয়াল ঘড়ি), মো.মিন্টু মিয়া ও ইকবাল হোসেন বাদল, সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছে ২ জন প্রার্থী তারা হলেন, মনির হোসেন (চেয়ার) ও দীন মোহাম্মদ নীল মিয়া ( খেজুর গাছ), যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে নির্বাচন করে,শাহাদাত হোসেন (বাঘ) ও ওমর ফারুক (মোমবাতি)। সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করছেন, দেলোয়ার হোসেন (ট্রাক), ফারুক জোয়ারদার (গাভী),মো.সোহাগ ভান্ডারী ও মো. ইসাক। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করছেন, ইউসুফ হোসাইন (চাকা) ও মো.মিজানুর রহমান কিরণ (মাচ)। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন ৩ জন প্রার্থী এরা হলেন মো.জামাল উদ্দিন (মোবাইল ফোন),আবু সাঈদ(দাঁড়িপাল্লা), সাইফুল ইসলাম (কাঁঠাল)। অর্থ বিষয়ক সম্পাদক পদের জন্য লড়ছেন ২ প্রার্থী,এরা হলেন আলমগীর হোসেন (আম) ও আব্দুল গাফফার(কলস) দপ্তর সম্পাদক পদে লড়ছেন আব্দুল আলিম বাদশা (আনারস) ও মো.বাবুর হোসেন বাবু (বই) প্রচার সম্পাদক পদের লড়ছেন, মনির পাঠান (হরিণ) ও মো.রহমত উল্লাহ (মোরগ), ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন ২ প্রার্থী। এরা হলেন নাজমুল আলম রিপন (ফুটবল) ও মনির মিয়া (ঢোল), সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচনে অংশগ্রহণ করেছে মো.রাজু মিয়া (ঘোড়া) ও মো.আমির হোসেন (একতারা)। ধর্ম সম্পাদক পদে আবু মাসুদ (আপেল) ও মেহেদী হাসান (টুপি)। কার্যকারী সদস্য পদে এবার নির্বাচনে অংশগ্রহণ করেছে তিন প্রার্থী। এরা হলেন, মো.ইমরান (কাপ পিরিস), মোঃ মোহর আলী(বালতি),মোঃ আলমগীর (স্টিয়ারিং) ও নুর ইসলাম সুমন(হর্ণ) প্রতীকে নির্বাচন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর