• বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
স্কুলছাত্র রিয়াদ হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার’র সাথে কর্মজীবী দলের নেতাকর্মীবৃন্দের শুভেচ্ছা বিনিময় চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্কুল ছাত্র’র কুপিয়ে হত্যা  জীবননগর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দ্বায়ে ১৪জন আটক   ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার টঙ্গীর স্বেচ্ছাসেবকদলের নেতা সুমন শেখ :  রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ বিচার শেষ না হওয়া পর্যন্ত আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ গাজীপুরে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল-যুবদল নেতাসহ আটক-১০ ভারতে যাওয়ার সময় দর্শনা জয়নগর চেকপোস্টে আওয়ামী লীগ নেতা গোলাম মোর্তুজা আটক আজ বিশ্ব ‘মা’ দিবস দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান বিপুল পরিমাণ মদ সহ আটক-১

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ম্যাগজিন গুলি ও টাকা সহ এক জন আটক

grambarta / ১৭৪ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একটি বিদেশি ৯ এম এম পিস্তল, একটি ম্যগজিন, ৪ রাউন্ড গুলি, ২ টা দেশীয় অস্ত্র ও ১১ লক্ষ টাকাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ২১ আগস্ট বুধবার সকাল ১০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা সদর থানাধীন বাগানপাড়া আসামির ভাড়া বাড়ি থেকে আটক করা হয়। পরে আলমারী তল্লাশি করে এসব অস্ত্র ও টাকা উদ্ধার করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান এর নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক সাহারা ইয়াসমিন সহ , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চুয়াডাঙ্গা সদর থানাধীন বাগান পাড়ার সাজেদুল ইসলামের পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া পৌর এলাকার মুক্তি পাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে মো: হাবিবুর রহমান রাজিব (৪০) ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান রেখেছে এই সংবাদ প্রাপ্ত হয়ে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কার্যালয়ের অফিসার ও সঙ্গীয় ফোর্স ঐ বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় আসামীর বাড়ির গেট খুলতে বল্লে সে ১৫ মিনিট পর দরজা খুলে দেয়। এসময় আসামির ভাড়া বাড়ি হতে আলমারী তল্লাশি করে একটি ৯ এম এম পিস্তল, একটি ম্যগজিন, ৪ রাউন্ড গুলি, ২ টা দেশীয় অন্ত্র, ১১ লক্ষ টাকাসহ গ্রেপ্তার করা হয়, উক্ত গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। আটককৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে একটি মাদক মামলা আছে বলে স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর