দর্শনা প্রতিনিধি : দর্শনার ছয়ঘরিয়া মাঠে শত্রুতা মূলক ভাবে প্রকাশ্য দিবালোকে এক কৃষকের প্রায় তিন বিঘা জমির পেপে গাছ কেটে দিয়েছে দূবৃত্তরা। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে কৃষকের। সর্বশান্ত কৃষকের মাথায় হাতে পরিণত হয়েছে। পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্ৰামের কৃষক দাউদ মন্ডল ২ বিঘা ১৫ কাঠা জমিতে ১ হাজার পেপে গাছ চাষ করেন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে ছয়ঘরিয়া মাঠে ৬/৭ জন ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্য গাছগুলো কেটেছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্থ কৃষকের। কৃষক দাউদ সহ স্থানীয়রা জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের ধরে একই গ্ৰামের বিল্লাল হোসেনের ছেলে ইসমাইল, আব্দুল কাদের এবং ওসমান গনির ছেলে ফরহাদ ও রিপন সহ কয়েকজন ফলন্ত পেপে গাছগুলো কাটেন। এ সময় কৃষক দাউদ মন্ডল বাধা দিতে গেলে তাকেও লাঞ্ছিত করা হয়। প্রত্যক্ষদর্শী কয়েকজন কৃষক বলেন, আমাদের চোখের সামনে মূহুর্তের মধ্যে ৩ বিঘা জমির ফলন্ত পেঁপে গাছ কেটে ফেলে ওই দুর্বৃত্তের দল। প্রত্যক্ষদর্শী ইসাহক আলী, বাবলু ও সাঈদ বলেন, তারা হামলাকারিদের করজোড়ে নিষেধ করার পরেও গায়ের জোরে ন্যাক্কারজনক এই ঘটনা ঘটিয়েছে। এ অপরাধের বিচার হওয়া উচিত বলে তারা দাবি করেছেন। দাউদ মন্ডল জানান, পেঁপে গাছগুলো কেটে তাকে পথে বসিয়েছে ওরা। তার কমপক্ষে ২০ লক্ষ টাকার উপরে ক্ষতি করেছে কথাগুলো বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনা আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন। দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, জরুরি ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, কারও গাছ, ফষল কেটে ক্ষতি সাধন করাটা অন্যায়। একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কৃষি বিভাগ ক্ষতি নিরূপন করে ক্ষতিগ্রস্ত পেঁপে চাষীকে সবধরনের সহায়তার ব্যবস্থার চেষ্টা করা হবে।