মাহমুদ হাসান রনি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা যুবলীগের সহসভাপতিকে অজ্ঞাত ব্যক্তিরা কুপিয়ে জখম করে পালিয়ে যায়।পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন ঢাকাতে প্রেরণ করা হয়েছে। রবিবার দুপুর ১ টায় দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মৃত. গোলাম সরওয়ারের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী এবং দামুড়হুদা উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম(৫৫) চুয়াডাঙ্গা যাচ্ছিল।এসময় চুয়াডাঙ্গা দৌলতদিয়াড় একটি বিস্কুট ফ্যাক্টরির সামনে মটরসাইকেল যোগে পৌছালে কে বা কারা তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।পরে পথচারীরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে।সাইফুল ইসলামের শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, সাইফুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছে। আঘাতগুলো গভীর। প্রাথমিক চিকিৎসা শেষে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছি।চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, এক ব্যক্তিকে কুপিয়ে জখমের ঘটনা শুনেছি। তবে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।