নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৪বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করেছে। বুধবার ২৭ নভেম্বর রাত ১০ ঘটিকার সময় দর্শনা থানাধীন কুড়ুলগাছী (পশ্চিমপাড়া) গ্রামস্থ আসামী সাদু বাদশার বসতবাড়ির পিছনে ফাঁকা জায়গা থেকে তাদেরকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই তোরগুল হাসান সোহাগ, এসআই মোঃ হাসান মুন্সী, এসআই মুহিদ হাসান, এএসআই মোঃ মামুনুর রহমান সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন কুড়ুলগাছী (পশ্চিমপাড়ায়) এসময় আটক করা হয় ইসমাইল হোসেনের ছেলে সাদু বাদশা (২৭) ও একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে মোঃ ভাষান(২৪)কে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৪(চব্বিশ) বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ । গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।