ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ের তিন মাস ব্যাপী কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে ফরিদপুর জেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৯ নভেম্বর সকাল ১০ ঘটিকার সময় ফরিদপুর জেলা বিএনপির কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় ফরিদপুর জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কর্নেল( অব:)এস এম ফয়সাল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এড: মনিরুজ্জামান দিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক এড: শরিফ মোঃ সাইফুল কবির, কেন্দ্রীয় কৃষকদলের সহ দপ্তর সম্পাদক এ্যাড: সোলাইমান হুসাইন, সহ শিক্ষা সম্পাদক কৃষিবিদ রাজিবুল হাসান, আইন বিষয়ক সম্পাদক
এ্যাড: আকরাম হোসন, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল হাসান মিয়া সহ কেন্দ্রীয় কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ফরিদপুর জেলা কৃষকদলের সদস্য সচিব মোহাম্মদ মুরাদ হোসেন মুরাদ, জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মোঃ শোয়েব শেখ, যুগ্ন-আহ্বায়ক তানভীর হোসেন শুভ, যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক আরিফুজ্জামান বাবু, ফরিদপুর জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য ও সালথা উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, জেলা কৃষকদলের সদস্য মানজারুল ইসলাম রানা, মোঃ ফজলে রাব্বি, মোঃ জিহাদ হোসেন, মোঃ রহমান মন্ডল, মো: সালাউদ্দিন হামিদ রফিক, মোঃ আনসার শেখ বাদশা মোল্লা সহ জেলা কৃষকদলের নেতৃবৃন্দ ও সালথা উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ খান, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসাইন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, বোয়ালমারী উপজেলা কৃষকদলের আহবায়ক লুৎফর রহমান সহ উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ, মধুখালী উপজেলা কৃষকদলের আহবায়ক ভিপি মুন্নু সহ মধুখালী উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ। নগরকান্দা উপজেলা কৃষকদলের সভাপতি বিল্লাল হোসেন মোল্লা সহ নেতৃবৃন্দ, সদরপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলুর রহমান বাবুল সহ উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ, চরভদ্রাসন উপজেলা কৃষকদলের সভাপতি কামরুল হাসান ফিরোজ সহ উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ, ভাঙ্গা উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ, ভাঙ্গা পৌরসভা মধুখালী পৌরসভার কৃষকদলের নেতৃবৃন্দ সহ কৃষকদলের সকল নেতৃবৃন্দ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ফয়সাল বলেন প্রতিটা ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে প্রতিটা গ্রামের কৃষকের কি দাবি দাবা আছে সেগুলো কৃষক এর কাছ থেকে শুনতে হবে কৃষক যাতে ন্যায্য মূল্য পায় সে ব্যাপারে সকলকে অবহিত করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সবসময় কৃষকের সাথে ছিল কৃষকের সাথে আছে ভবিষ্যতে কৃষকের পাশে থাকবে এই আশা ব্যক্ত করে প্রধান অতিথি তার বক্তব্য শেষ করেন।