নিজস্ব প্রতিবেদক : দর্শনা হঠাৎ পাড়ায় যৌথ বাহিনী মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেনসিডিল ও ৮৩ বোতল ভারতীয় ব্লাক হান্ট সহ আটক দুই মাদক কারবারিকে আটক করেছে। সোমবার ২ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টার সময় দর্শনা পৌর এলাকার হঠাৎ পাড়া আটককৃত আসামির নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের চুয়াডাঙ্গার পরিদর্শক নাজমুল হোসেন খান এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর বিভাগীয় ১২ জন স্টাফ ও ৫৫ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট আবিদ আহমেদ এর নেতৃত্বে সেনাবাহিনী ১৬ জন সদস্য সহ দর্শনা থানাধীন দর্শনা হঠাৎ পাড়া এলাকায় যৌথ অভিযান করে চিহ্নিত মাদক ব্যবসায়ী ব্দুল মালেক ছেলে নাম মোঃ জুবায়ের (৩০) ও একই এলাকার খোরশেদ আলমের ছেলে মোঃ শিপন ইসলাম (২১)কে দর্শনা আনোয়ারপুর (হঠাৎপাড়া) থেকে নিজ দখলীয় বাড়ি থেকে ৩৬ বোতল ফেনসিডিল, ৮৩ বোতল ভারতীয় ব্লাক হান্ট সহ গ্রেপ্তার করা হয়। উক্ত আসামীদের বিরুদ্ধে নাজমুল হোসেন খান পরিদর্শক বাদী হয়ে দর্শনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি চলছে ।