নিজস্ব প্রতিবেদক : আসন্ন বিশ্ব ইজতিমায় তাবলীগ জামাতের বিশ্ব আমির হজরত মাওলানা মোহাম্মদ সা’দ কান্ধলভী বাংলাদেশে আসার বিষয়ে এক দফা দাবী জানিয়ে সারাদেশের সব জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন তাঁর অনুসারীগণ। সোমবার ২ ডিসেম্বর, ২০২৪ তারিখ, সকাল ১০টার দিকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, ময়মনসিং, রংপুরসহ দেশের ৬৪ জেলার প্রসাশককে ও ঢাকা মহানগরের সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই স্মারকলিপি দেয় ‘তাবলীগ জামাত বাংলাদেশ’-এর সাধারণ সাথী ও উলামায়েকেরাম। মাওলানা সা’দ সাহেব আসার দাবির পাশাপাশি সারাদেশে তাবলীগের কাজ নির্বিঘ্নে করার বিষয়েও জেলা প্রসাশকদের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। বিষয়টি বাংলাদেশ তাবলীগ জামাতের মিডিয়া সমন্বয়ক মো: সায়েম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন। মাওলানা সা’দ কান্ধলভীর অনুসারীরা অভিযোগ করে বলেন যে, গত সাত বছর ধরে তাঁরা আওয়ামী লীগ সরকারের বৈষম্যের শিকার হয়েছেন। যোবায়েরপন্থী’রা প্রতি বছর ১ম পর্বে ইজতিমা করেছে ও তাঁদের মুরুব্বিদের আনতে পারলেও বাংলাদেশে গত স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষপাতমূলক বৈষম্যের কারণে তাঁরা প্রতিবার ২য় বারে ইজতিমা করেছেন ও মাওলানা সা’দ কান্ধলভীকে আনতে পারেননি। মাওলানা সা’দ বাংলাদেশে এলে ৫০ হাজারের বেশি বিদেশি মেহমান উপস্থিত হবেন এবং বিশ্ব ইজতিমা সত্যিকারের বিশ্ব ইজতিমা’য় রূপ নেবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। তাঁরা বলেন, ইজতিমায় যোবায়েরপন্থী’রা তাঁদের মুরুব্বিদের আনার ব্যাপারে আমরা কখনো আপত্তি করিনি, এখনও করছি না। তাঁরা বলেন, আমাদের ইজতিমায় আমরা মুরুব্বিদেরকে আনবো-এটিই স্বাভাবিক নিয়ম। আমরা আশা করছি বৈষম্যবিরোধী সরকার মাওলানা সা’দ কান্ধলভীকে বাংলাদেশে আসার ব্যবস্থা গ্রহণে সবরকম সহযোগিতা করবে। মাওলানা সা’দের অনুসারীগণ আরও বলেন, আমরা যেকোনো মূল্যে এবারের বিশ্ব ইজতিমায় মাওলানা সা’দ সাহেবের আসা নিশ্চিত করতে চাই। কিছুদিন আগে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বরাবরও স্মারকলিপি দিয়েছি। আজকে সারাদেশে হাজার হাজার সাথী একযোগে জেলা প্রশাসকদের বরাবরে স্বারকলিপি দিয়েছেন। আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহৃত থাকবে। উল্লেখ্য যে, ২০২৫ সালের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতিমার প্রথম পর্ব মাওলানা যোবায়েরের নেতৃত্বাধীন শুরায়ে নেজাম করবে এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি তারিখে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে- যা মাওলানা সা’দের অনুসারী তাবলীগ জামাত বাংলাদেশ’ আয়োজন করবে।