নিজস্ব প্রতিবেদক : মাদককে না বলুন এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে আইন্দিপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে আইন্দিপুর ফুটবল স্টেডিয়াম মাঠে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২ ডিসেম্বর বিকালে আইন্দিপুর ফুটবল স্টেডিয়াম মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোঃ বাবুল হোসেন, উক্ত অনুষ্ঠানে জার্সি ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী কর হয় এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন সচেতনামূলক আলোচনা করা হয়।