• রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক টঙ্গীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা :  মৃত্যু ঘিরে রহস্য গাজীপুরে হানিট্র্যাপের অভিনব কৌশলে যেভাবে শিকার হন যাত্রীরা ট্রাভেল ব্যাগে মাথা বিহীন আট টুকরো মরদেহ উদ্ধারের রহস্য উদ্ঘাটন : স্ত্রীকে অনৈতিক কথা বলার কারণে খুন হয় অলি : মূলহোতা সহ আটক-৩ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ টঙ্গীতে ট্রাভেল ব্যাগে মিলল যুবকের খণ্ডিত মরদেহ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি মরহুম বাচ্চু মিয়ার স্মরণে টঙ্গীতে দোয়া ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  টঙ্গী থানা বিএনপির উদ্দ্যোগে ৫ আগস্ট বিজয় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নিবার্চনকে ঘিরে সভাপতি প্রার্থীদের পৃথক ভাবে কর্মী সমাবেশ

grambarta / ১২০ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :  কেরুজ চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নিবার্চন অনু‌ষ্ঠিত হ‌তে পা‌রে আখ মাড়াই মরসু‌মের শে‌ষের দি‌কে। এ নির্বাচন‌কে সাম‌নে রে‌খে সরগরম হ‌তে শুরু ক‌রে‌ছে কেরুজ অঙ্গিনা। বি‌ভিন্ন সংগঠ‌নে শুরু হ‌য়ে‌ছে সভা-সমা‌বেশ। সেই দল বদ‌লের পালাও চল‌ছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়‌নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ ও সা‌বেক সভাপ‌তি তৈয়ব আলী সংগঠনের পৃথক নির্বাচনী শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সবুজ সংগঠ‌নের সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ফি‌রোজ আহ‌মেদ সবুজ ব‌লেন, হুমকি-ধামকি দিয়ে বিজয় ঠেকাতে পারবে না কেউ। কারণ আমি শ্র‌মিক স্বা‌র্থে দা‌য়িত্ব পালন ক‌রে‌ছি। শ্র‌মিক‌দের আগ‌লে রে‌খে‌ছি, থে‌কে‌ছি তা‌দের বিপ‌দে পা‌শে। যে কার‌ণে তা‌দের ভালবাসা পে‌য়ে‌ছি, ইনশাল্লাহ আগামী নির্বাচ‌নেও গোপন ব্যা‌লো‌টের মাধ্য শ্র‌মিক-কর্মচারী ভাই ও বন্ধুরা তার প্রমান দে‌বে। র‌বিউল ইসলাম সরদা‌রের সভাপ‌তি‌ত্বে অন্যা‌ন্যের ম‌ধ্যে বক্তব্য দেন, ইউনিয়নের সহ-সভাপতি মফিজুল ইসলাম, রেজাউল করিম, কোষাধ্যক্ষ আবু সাঈদ, আব্দুর রাজ্জাক, মিরাজুল ইসলাম, কামরুল হাসান লোমান, মানিক হোসেন, আলী আহ‌মেদ, ‌গোলাম মোস্তফা, ইসমাইল হো‌সেন, গোলাম মওলা, জ‌হিরুল ইসলাম, মিরাজুল ইসলাম প্রমুখ। প‌বিত্র কোরান তেলোয়াত ও দোয়া প‌রিচালনা ক‌রেন, কেরুজ জামে মসজিদের মুয়াজ্জিম নেছার উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা ক‌রেন হারিজুল ইসলাম। এদিকে তৈয়ব সংগঠনের নির্বাচ‌নি ক‌র্মিসভায় সা‌বেক সভাপ‌তি তৈয়ব আলী ব‌লেন, শ্র‌মিক‌দের জন্য নি‌জে‌কে উজার ক‌রে‌ছি। চি‌নিকল রক্ষার পাশাপা‌শি উন্নয়‌নে আগামী‌তেও শ্র‌মিক‌দের সা‌থে নি‌য়ে কাজ কর‌তে চাই। সে ক্ষে‌ত্রে আমার সংগঠ‌নের সক‌লেই একেক জন তৈয়ব। এ সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য দেন, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, শ্র‌মিক নেতা আব্বাছ আলী, জাহিদুল ইসলাম, ওমর ফারুক প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন, মনিরুল ইসলাম।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর