জাহাঙ্গীর আলম : টঙ্গী সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যান সমিতির নব নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও দায়িত্ব গ্রহন অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়েছে । বুধবার (০৪ ডিসেম্বর) বিকেলে টঙ্গী বাজার সাব-রেজিষ্ট্রার অফিসে এ শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
এ সময় দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির আহ্বায়ক মো. মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী সাব-রেজিস্ট্রা মোঃ আবু হেনা মোস্তফা কামাল। এ সময় নব নির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন বকুলসহ সকল কমিটির সকল সদস্যদের শপথ বাক্য পাঠ ও ফুলের মালা দিয়ে বরণ করা হয়। শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি সাবিকুন নাহার। প্রধান অতিথি সাবিকুন নাহার বলেন, জাতীয় নির্বাচনের মতো এই সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এবং এই সমিতির নিজস্ব ভবনের জন্য সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এই নির্বাচনে বিজয়ী ও পরাজিত সকলকে এক সঙ্গে মিলে মিশে কাজ করার আহবান জানান। উল্লেখ, গত ২১ শে নভেম্বর ২০২৪ টঙ্গী সাবরেজিষ্ট্রার ও ভেন্ডার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিকী নির্বাচনে সঠিক ও সুন্দর ভাবে নির্বাচন সম্পন্ন করেন ৫ সদস্যদের আহ্বায়ক কমিটি। উল্লেখ্য গত একুশে নভেম্বর সভাপতি পতে মোঃ জাহাঙ্গীর আলম ১৬১ ভোট, সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ১৪৪ ভোট, হোসেন আহমেদ ১৩৭ ভোট, সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন বকুল ১৫২ ভোট, সহ সাধারণ সম্পাদক জাহিদ হাসান স্বপন ১৭৪ ভোট, মোঃ এনামুল সরকার ১২৫ ভোট, সাংগঠনিক মোঃ নুরল ইসলাম ১১২ ভোট, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ১৫০ ভোট, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম ১০২ ভোট,ক্রীড়াও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ১১৯ ভোট,ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোঃ ওয়াদুদ হোসেন ১০৮ ভোট,প্রচার সম্পাদক মোঃ ফারুক হোসেন ১২৬ ভোট, সদস্য আল আমিন মিয়া ১৫৪ ভোট, কে.এম. নজিবুল্লাহ ১৩৮ ভোট, ফারুক হোসেন ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।