টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি : টঙ্গীতে ইউনিটি অফ থাউজ্যান্ড প্রেজেন্টস জেন-জেড ক্রিকেট টুনামেন্ট ফাইনাল খেলা পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকেলে টঙ্গী পাইলট স্কুল এন্ড গালস্ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউনিটি অফ থাউজ্যান্ড প্রেজেন্টস সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নিবাহী মোতাহার হোসেন মোহনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর আলম শুক্রুর।অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পশ্চিম থানা আমির মোঃ আনোয়ার হোসেন ভুইয়া। প্রধান বক্তা জাতীয় ক্রিয়া পরিষদ সচিব মোঃ সাইফুল ইসলাম, প্রধান আলোচক বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর যুব ও ক্রিড়া সম্পাদক মোঃ নেয়ামত উল্লাহ শাকের, গাজীপুর মহানগর ৫৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির আতিকুল রহমান মুকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ নিশাত মাহমুদ জালাল, টঙ্গী পশ্চিম থানা জামায়াতে ইসলামীর সুরা সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ। আলোচনা সভা শেষে ইউনিটি অফ থাউজ্যান্ড প্রেজেন্টস জেন- জেড ক্রিকেট টুনামেন্ট ফাইনাল খেলায় বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।