নিজস্ব প্রতিবেদক : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দর্শনায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানে জরিমানা আদায় করেছে। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে দর্শনা পৌর এলাকার রেল বাজারস্হ মেসার্স সাদিয়া কসমেটিকস এবং আজমপুর গ্রামস্হ মেসার্স মামা ফুড প্রোডাক্টস চানাচুর ফ্যাক্টরি মালিকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। সূত্রে জানাগেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ দর্শনা থানা এলাকায় অভিযান পরিচালনাকালে দর্শনা রেল বাজারস্হ বাজারে মেসার্স সাদিয়া কসমেটিক্স এ ভেজাল পণ্য বিক্রি করার অপরাধে দোকান মালিক মালিক মোঃ আনিসুজ্জামানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারা মোতাবেক ২ দুই হাজার টাকা জরিমানা করেন এবং আজমপুর গ্রামস্হ মেসার্স মামা ফুড প্রোডাক্টস চানাচুরের ফ্যাক্টরিতে খাদ্যের সহিত নিষিদ্ধ রং মেশানো এবং অস্বাস্থ্যকর বা নোংরা পরিবেশ থাকার কারণে ফ্যাক্টরির মালিক মোঃ মামুনুর রশিদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারা মোতাবেক ১০ দশ হাজার টাকা ও ফ্যাক্টরিতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক ১০ হাজার মোট একই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা সহ দুইটি প্রতিষ্ঠানে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন দর্শনা থানা পুলিশ। জনসার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহাম্মেদ