• রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক টঙ্গীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা :  মৃত্যু ঘিরে রহস্য গাজীপুরে হানিট্র্যাপের অভিনব কৌশলে যেভাবে শিকার হন যাত্রীরা ট্রাভেল ব্যাগে মাথা বিহীন আট টুকরো মরদেহ উদ্ধারের রহস্য উদ্ঘাটন : স্ত্রীকে অনৈতিক কথা বলার কারণে খুন হয় অলি : মূলহোতা সহ আটক-৩ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ টঙ্গীতে ট্রাভেল ব্যাগে মিলল যুবকের খণ্ডিত মরদেহ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি মরহুম বাচ্চু মিয়ার স্মরণে টঙ্গীতে দোয়া ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  টঙ্গী থানা বিএনপির উদ্দ্যোগে ৫ আগস্ট বিজয় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

সাতক্ষীরা বিজিবি’র পৃথক পৃথক অভিযানে সীমান্ত হতে মাদকদ্রব্য ও ঔষধসহ প্রায় দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

grambarta / ১০৯ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সাতক্ষীরা প্রতিনিধি :  সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক পৃথক  চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং ঔষধসহ প্রায় দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে ৩৩ বিজিবি। মঙ্গলবার সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনস্থ ভোমরা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা, হিজলদী ও চান্দুরিয়া বিওপির সীমান্ত এলাকায় বিশেষ অডিযানে এসব ভারতীয় মালামাল আটক করা হয়েছে। সাতক্ষীরা (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদরের ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদরের লক্ষীদাড়ী নামক স্থান হতে ১১ বোতল ভারতীয় মদ, ফলমোড় হতে ২৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী, কালিয়ানী খৈতলা নামক স্থান হতে ৪৭০ পিস ভারতীয় ইয়াবা, তলুইগাছা মাঠ হতে ০৬ বোতল ভারতীয় মদ,

কলারোয়া থানার কাকডাঙ্গা সীমান্ত এলাকা রাজ্জাকের মোড় হতে ১০ বোতল ভারতীয় মদ,
তলুইগাছা মাঠ এবং চৌরঙ্গী মোড় হতে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ী, কলারোয়া থানার
কাকডাঙ্গা সীমান্ত রাজ্জাকের মোড় এবং গেড়াখালী মোড় হতে ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং ভারতীয় শাড়ী, হিজলদী হতে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, চান্দুরিয়া আমবাগানের ভিতর হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য সর্বমোট ৯ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা (নয় লক্ষ তেষট্টি হাজার পাঁচশত) টাকা। তিনি আরও জানান চোরাকারবারীরা বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় এসব মালামাল জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা করা হয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন ও যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর