• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন

নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে টঙ্গীতে বিক্ষোভ

grambarta / ৮৬ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্র মেরামতে ৩১ দফা, বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার, ও গাজীপুরে মেহনতির শ্রমিক জনতার নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরইসলাম সরকারের মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জিয়া পরিষদ ও নুরুল ইসলাম সরকার মুক্তি পরিষদ। শুক্রবার ১৩ই ডিসেম্বর বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক টঙ্গী স্টেশন রোড এলাকায়, আগামীর রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ও গাজীপুরে লাখো জনতার আস্থাভাজন শ্রমিক জনতার প্রিয়জন নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে হাজার হাজার লোক রাস্তায় অবস্থান নেয়। উক্ত বিক্ষোভ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, আমিনুল ইসলাম সোহাগ, (ছাত্রনেতা) আহবায়ক, তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি।বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সরকার শাহনুর ইসলাম (রনি সরকার), গাজীপুর মহানগর বিএনপি।মোঃ ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগ, তারেক জিয়া পরিষদ, উক্ত অনুষ্ঠানে তারেক জিয়া পরিষদ গাজীপুর মহানগরের নেতা মোঃ বীর রহমানের সঞ্চালনায় ও গাজীপুর মহানগর জিয়া পরিষদের আহ্বায়ক মোঃ সাব্বির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নুরুল ইসলাম সরকার মুক্তি পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াবআলী, যুগ্ম সম্পাদক শাহিন হোসেন, আবুসাইদ চৌধুরী, সাংবাদিক উজ্জ্বল, প্রমুখ । এ সময় নুরুলইসলাম সরকারের মুক্তির দাবিতে বিভিন্ন প্লেকার্ডে লেখা ছিল “আসবে তুমি বীরের বেশে, গাজীপুরের লাখো জনতা তোমারই অপেক্ষায়, আমাকে রূখে সাধ্য কার আমি বিপ্লবী শ্রমিক জনতার। ঝড়-বৃষ্টি আঁধার রাতে আমরা আছি তোমার সাথে” এ সময় নেতাকর্মীরা জানান, নুরুল ইসলাম সরকারের দ্রুত মুক্তি না দিলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বন্ধ করে দিয়ে বৃহৎ কর্মসূচি পালন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর