• বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

টঙ্গীতে ৫৪ তম মহান বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

grambarta / ১২৯ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
oppo_2

জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বিজয়কে অর্থবহ করে গড়ে তুলতে হবে-অধ্যাপক মোহাঃ জামাল উদদীন 

জাহাঙ্গীর আলম (নিজস্ব প্রতিবেদক) : বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর উদ্যোগে ৫৪ তম মহান বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ ডিসেম্বর) টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ মাঠে বিকাল ৩ টায় অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাঃ জামাল উদদীন। তিনি বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা সরকারের দুঃশাসনকালে মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, স্বাধীনভাবে কথা বলার অধিকার ছিলো না। গণমানুষের অধিকার আদায়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে এবং নিষ্পেষিত সুবিধা বঞ্চিত গণমানুষের মুক্তির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। জনগণের সার্বিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বিজয়কে অর্থবহ করতে হবে। তিনি আরও বলেন, বিজয়ের ৫৪ বছরেও দেশের আপামর সর্বস্তরের জনগণ বিজয়ের প্রকৃত সুখ পায়নি। আলোচনা সভায় মহানগর জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য মোঃ খায়রুল হাসান বলেন, গোটা জাতি এতো দিন অবরুদ্ধ ছিলো। ফ্যাসিবাদী সরকার দেশটাকে বৃহৎ কারাগারে পরিণত করছিলো। এই অবস্থা থেকে মহান দয়াময় আল্লাহ আমাদের মুক্তি দিয়েছেন। এই মুক্তি পাকাপোক্ত করার জন্য দেশের ১৮ কোটি মানুষকে সাথে নিয়ে এই লড়াইয়ের চুড়ান্ত লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে,ইনশাআল্লাহ। অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ হোসেন আলী, গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আ স ম ফারুক, সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসেন, মহানগর শুরা ও কর্ম পরিষদ সদস্য আবু সিনা নুরুল ইসলাম মামুন, টঙ্গী মডেল থানার সাবেক আমীর ও গাজীপুর মহানগর জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য মোঃ নেয়ামত উল্লাহ শাকের, গাজীপুর মহানগর জামায়াতের শুরা ও  কর্মপরিষদ সদস্য ও টঙ্গী পূর্ব থানার আমীর মোঃ নজরুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানার আমীর মোঃ আনোয়ার হোসনে ভূঁইয়া, জামায়াত নেতা অধ্যাপক ডাঃ আমজাম হোসেনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। আলোচনা শেষে দেশের তরে যারা জীবন দিয়েছেন তাদের রুহের মাগফেরাত এবং দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া বিকাল ৪ টায় কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান এবং পুবাইল থানা আমীর মোঃ আশরাফ আলী কাজলের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের হয়। অপর দিকে গাজীপুর মেট্রো থানার উদ্যোগে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর মহানগর শুরা ও কর্ম পরিষদ সদস্য এবং মেট্রো আমীর মোঃ সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে অপর একটি বিজয় মিছিল বের হয়। এছাড়াও কাশেমপুর, কোনাবাড়ি, বাসন ও গাছা থানা জামায়াতের উদ্যোগেও অনুরূপ বিজয় মিছিল বের করা হয়েছে। গাজীপুর মহানগর ছাত্র শিবিরের উদ্যোগেও বিশাল এক বিজয় মিছিল সকাল সাড়ে আটটার দিকে ঢাকা মোমেনশাহী মহাসড়কের ভুষির মিল এলাকা থেকে বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর