• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন

বিজয় দিবস উপলক্ষে টঙ্গীতে সৌমিক সরকারের নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত

grambarta / ৮০ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় কমিটির শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকারের নির্দেশনায় তারই সুযোগ্য উত্তরসূরী, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব সৌমিক সরকারের নেতৃত্বে টঙ্গীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে র‍্যালি বের করা হয় । শোভাযাত্রায় তরুণ প্রজন্মের বিএনপি নেতাকর্মীরা প্রাণবন্ত স্লোগানে রাজপথ মুখরিত করেন। স্লোগানগুলো ছিল- “লাল সবুজের পতাকায়, জিয়া তোমায় দেখা যায়” “বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান” “স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও, লও সালাম এবং এই মুহূর্তে দরকার সালাউদ্দিন সরকার। বিজয় মিছিলটি সালাহউদ্দিন সরকারের বাসভবন থেকে শুরু হয়ে টঙ্গী চেরাগ আলী, কলেজ গেট, হোসেন মার্কেটসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিপুল সংখ্যক বিএনপি,যুবদল, ছাত্রদল সহ অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। দীর্ঘ ১৬ বছর পর এবার দেশের মানুষ প্রাণ খুলে বিজয় দিবস উদযাপন করছে। অংশগ্রহণকারীরা জানান, দেশে কোনো স্বৈরাচারী সরকার না থাকায় আজ রাজপথে হাজারো মানুষের ঢল নেমেছে। সৌমিক সরকার ছাত্রদল ও বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত মিটিং ও আলোচনা সভায় অংশ নিচ্ছেন। তিনি দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তার নেতাকর্মীরা জানান, ঝড়-বৃষ্টি বা রাতের আধারে কোনো ফোনকল এলে তিনি কখনো পিছপা হন না। সর্বদা জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন তিনি। নেতা-কর্মীদের আস্থা ও ভালোবাসার প্রতীক হিসেবে সৌমিক সরকার ইতোমধ্যে নিজের অবস্থান শক্ত করেছেন। শোভাযাত্রা শেষে সৌমিক সরকার বলেন, আমরা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করি এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করি। গাজীপুরবাসীর সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর