• শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক টঙ্গীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা :  মৃত্যু ঘিরে রহস্য গাজীপুরে হানিট্র্যাপের অভিনব কৌশলে যেভাবে শিকার হন যাত্রীরা ট্রাভেল ব্যাগে মাথা বিহীন আট টুকরো মরদেহ উদ্ধারের রহস্য উদ্ঘাটন : স্ত্রীকে অনৈতিক কথা বলার কারণে খুন হয় অলি : মূলহোতা সহ আটক-৩ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ টঙ্গীতে ট্রাভেল ব্যাগে মিলল যুবকের খণ্ডিত মরদেহ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি মরহুম বাচ্চু মিয়ার স্মরণে টঙ্গীতে দোয়া ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  টঙ্গী থানা বিএনপির উদ্দ্যোগে ৫ আগস্ট বিজয় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

গাজীপুর জেলা আন্তঃস্কুল কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত:স্বর্ণপদকের উচ্ছ্বাস

grambarta / ২২১ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : ইন্টারন্যাশনাল কারাতে ইউনিয়ন বাংলাদেশ-এর উদ্যোগে গাজীপুর জেলা আন্তঃস্কুল কারাতে প্রতিযোগিতা ২০২৪ সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতাটি শনিবার (২১ ডিসেম্বর) গাজীপুর জেলার টঙ্গী নদী বন্দর এলাকায় সংগঠনের নতুন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন স্কুলের কারাতে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। প্রতিযোগিতায় কাতা ও কুমিতে বয়সভিত্তিক নানা ইভেন্টে জেলার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতা করে। বিভিন্ন দলে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা প্রদর্শন করে। প্রতিযোগিতা জুড়ে ছিল আনন্দ উল্লাস এবং প্রতিভা প্রদর্শনের নজির। ফলাফলে হাজী সাইদ ল্যাবরেটরি স্কুল ৬টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ৪টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়ে প্রতিযোগিতার শ্রেষ্ঠত্ব অর্জন করে। হাজী পেয়ার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২টি স্বর্ণ, ৪টি রৌপ্য এবং ৪টি তাম্র পদক পেয়ে দ্বিতীয় স্থান দখল করে। আর টঙ্গীর সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ ১টি রৌপ্য এবং ১০টি তাম্র পদক অর্জন করে তৃতীয় স্থান অধিকার করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট এবং মেডেল প্রদান করা হয়। উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং তাদের কারাতে দক্ষতা ও কঠোর পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতিক। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনসি আব্দুল্লাহ আল মামুন, শেকানুল ইসলাম শাহী, সেনসি জামাল উদ্দিন চৌধুরী, সাঈদ মাহমুদ, জসিম উদ্দিন, রনি, এবং জাহিদ হাসান। অতিথিরা শিক্ষার্থীদের আরও উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যতে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান। এই প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা এবং মনোবল বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করেছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম কারাতে চর্চায় আরও অনুপ্রাণিত হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর