নিজস্ব প্রতিবেদক : টঙ্গীর পূর্ব থানাধীন তিস্তা গেট এলাকার রবি ওয়্যার হাউজ এর মালামাল আটক করে চাদা দাবির অভিযোগ উঠেছে ৪৬ নং ওয়ার্ডের যুবদল নেতা খালেক গং এর বিরুদ্ধে। প্রতিষ্ঠানের সিকিউরিটি সুপারভাইজার খোরশেদ আলম স্থানীয় সাংবাদিকদেরকে অভিযোগ করে জানায়, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকার সময় ওয়্যার হাউজ এর বিভিন্ন মালামাল বোঝাই ট্রাক গেট পাশ নিয়ে বাহির হয়। এসময় যুবদল নেতা খালেক ও তার কিছু লোকজন এসে গাড়ী আটকে রেখে চাঁদা দাবি করে। এখবর এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে বিষটি নিয়ে এলাকায় চছে আলোচনা সমলোচনার ঝড়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন বর্তমানে জাতীয়তাবাদ দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হুশিয়ারি ও নির্দেশনা দিয়েছেন যে দলের নাম ভাঙিয়ে চাদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি করবে সেসব নেতাকর্মীদের বিরুদ্ধে আইনগত ভাবে দলীয় সিন্ধান্ত নেওয়া সহ দল থেকে অব্যাহতি দেওয়া হবে। ইতিমধ্যে অনেক নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যেখান স্বয়ং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কঠোর হুশিয়ারি গিয়েছে সেখানে যুবদল নেতা খালেকের কর্মকাণ্ডে হতভাগ হয়ে পড়েছে এলাকাবাসী বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে অনেকে। এ বিষয়ে খালেক এর সাথে যোগাযোগ করা হলে তিনি এই ঘটনার জাড়িত থাকার কথা অস্বীকার করেন। এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এবিষয়ে তার কাছে কোন অভিযোগ কেউ করেনি এবং বিষয় সম্পর্কে জানি না।