• বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

grambarta / ১৩৩ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : কালের বিবর্তনে গ্রাম বাংলা থেকে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্য গরুর গাড়ি। সেই সাথে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতাও। দ্বিতীয় বারের মত শনিবার সকালে গ্রাম বাংলার সেই ঐতিহ্যকে লালন করতেই এবং নতুন প্রজন্মকে জানান দিতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা-ঘোষনগর গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয় গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা দখতে জড়ো হয় হাজার হাজার নারী, পুরুষ, শিশু সহ সব বয়সের দর্শনার্থীরা । গরুর গাড়ীর দৌড় প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় মানুষের মধ্যে এক ধরণের সাজ সাজ রব আর উৎসবের আমেজ সৃষ্টি হয়। গরুর গাড়ীর প্রতিযোগিতাটি এলাকায় আনন্দ মেলায় রুপ নেয়। রাস্তার দু’ধারে ও আশেপাশের স্টলগুলোতে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রীর সাজানো স্টল গুলো বেশ দৃষ্টি নন্দন রূপে সাজিয়ে বসেছিল। স্টলগুলোর কারণে খেলায় বাড়তি আকর্ষণ সৃষ্টি করে। দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আশেপাশের জেলা থেকে ৫০টি গরুর গাড়ি প্রতিযোগিতায় অংশ নেয়। শনিবার সকাল থেকে এ খেলা সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে। খেলা শুরুর আগে থেকে হাজার হাজার দর্শক মাঠে জড়ো হয়। এলাকার রাস্তাগুলোতে নারী-পুরুষ ও শিশুদের ছিল উপচে পড়া ভিড়। এ প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় মেয়ে-জামাই ও দুর-দুরান্তের আত্মীয়-স্বজনেরা এক-দু’দিন আগেই চলে আসায় এলাকায় যেন ঈদের উৎসবের আমেজ সৃষ্টি হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী গাড়িওয়ালাকে প্রথম পুরস্কার হিসেবে একটি খাসি ছাগল এবং দ্বিতীয় স্থান অধিকারী গাড়িওয়ালাকে একটি বাইসাইকেল পুরস্কার দেয়া হয়। খেলাটি উদ্বোধন করেন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সহ-সভাপতি লে.কর্ণেল (অব.) গোলাম মঞ্জুর সিদ্দিকী মিলন ও সাধারন সম্পাদক শাহজান আলী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আলতাব হোসেন, বাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক, সহ-সভাপতি খাদিমুল হক খোকন ও সাধারন সম্পাদক আবুল বাসার, উপজেলা কৃষদলের আহবায়ক আব্দুল হামিদ, সদস্য সচিব সানোয়ার হোসেন, জেলা যুবদলের সদস্য ও পৌর যুবদলের সভাপতি পদ প্রত্যাশী ইউনুস আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদ, বিএনপি নেতা সুমন হোসেন, শাহিন, স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর