• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০১:০৮ অপরাহ্ন

জাজিরা থানার ওসির ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশ বলছে “আত্মহত্যা”

grambarta / ৯৭ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা সোয়া একটার দিকে থানা ভবনের একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান সহকর্মীরা। পরে তাঁর লাশ উদ্ধার করা হয়। শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম বলেন, আল–আমিন আত্মহত্যা করেছেন। ওসি আল–আমিনের বাড়ি বরিশালের মুলাদী এলাকায়। তিনি গত ১৪ সেপ্টেম্বর জাজিরা থানায় ওসি হিসেবে যোগ দেন। জাজিরা থানা সূত্র জানায়, জাজিরা উপজেলা সদরে থানা ক্যাম্পাস অবস্থিত। সেখানে চারতলা একটি ভবনে থানার কার্যক্রম চলছে। ওই ভবনের একটি কক্ষে থাকতেন ওসি আল–আমিন। বৃহস্পতিবার বেলা সোয়া একটার দিকে থানায় কর্মরত পুলিশ সদস্যরা দেখতে পান, ওসি আল–আমিনের দেহ তাঁর থাকার কক্ষের একটি জানালার সঙ্গে ঝুলছে। পরে থানায় কর্মরত অন্য পুলিশ কর্মকর্তারা বিষয়টি শরীয়তপুরের এসপিকে জানান। খবর পেয়ে জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ও এসপি নজরুল ইসলাম জাজিরা থানায় যান। শরীয়তপুর পুলিশ হাসপাতালের চিকিৎসক মনিরুল ইসলাম বলেন, ওসি আল–আমিনের গলায় গামছা প্যাঁচানো ছিল। তাঁর শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। শরীয়তপুরের এসপি বেলা তিনটার দিকে বলেন, ঢাকা থেকে ফরেনসিক টিম আসার পরে আল–আমিনের দেহ নামানো হবে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হবে। তাঁর পরিবারকে খবরটি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর