নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর । বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ১টার দিকে চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোট শলুয়া এলাকায় । এসময় আটক করা হয় মো. রবিউল, মো. সাজিদুল, বাপ্পি, মো. বাবুল হোসেন এবং মো. ইসলামকে । তল্লাশি করে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি চাইনিজ কুড়াল, ১টি .২২ মি.মি. রাইফেল, ১টি হাসুয়া এবং ২টি লম্বা ছুরি । গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় আইনি কার্যক্রমের জন্য দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ।৷ আটককৃত আসামিরা চুয়াডাঙ্গায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজির সাথে জড়িত আছে বলে একাধিক সূত্রে জানাগেছে । তাদের গ্রেফতারে এলাকাবাসী স্বস্তির নিশ্বাস ফেলেছে । চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের অ্যাডজুট্যান্ট মেজর জাহাঙ্গীর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।