নিজস্ব প্রতিবেদক : ছিনতাই প্রতিরোধে শিল্প নগরী টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে ১৮ জন ছিনতাইকারীকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বৃহস্পতিবার রাতভর টঙ্গী পূর্ব থানা এলাকার নতুন বাজার, মাছিমপুর, মধুমিতা রোড ও স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০৫ টি ছোরা, ০২ টি সুইচ গিয়ার,১০ টি চাকু উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে ছিনতাইকারীদের আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আনোয়ার হোসেন (২৮), সাগর (২৩), রাজা হোসেন বিশাল (২০), মোঃ দুরন্ত (২২), মানিক মিয়া (২৯), আজারুল (১৯), তুহিন(১৯), সজিব (২৩), শুভ (২২) সাগর (২২), আবু বক্কর সিদ্দিক (২৩) হাসান (১৮), শুভ (২৮), এমদাদুল (১৪), শুভ(১৭), সিয়াম (১৫), নাছির(১৬) ও সরিফুল ইসলাম(২৩)। পুলিশ জানায়, চলমান ছিনতাই বিরোধী অভিযানের অংশ হিসেবে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, ছিনতাই প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে এধরণের অভিযান অব্যাহত থাকবে।