নিজস্ব প্রতিবেদক : দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে সেই সাথে মাদক বহন কাজে ব্যবহৃত ১টি পাখি ভ্যান উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে দর্শনা পৌর এলাকার ইসলাম বাজার জাবেদ ষ্টোর এন্ড কনফেকশনারী দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর নেতৃত্বে দর্শনা থানার এসআই মোঃ মাসুদুর রহমান সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন ইসলাম বাজার গ্রামস্থ জাবেদ ষ্টোর এন্ড কনফেকশনারী দোকানের সামনে পাকা রাস্তার উপর এসময় আটক করা হয় নাস্তিপুর (পশ্চিমপাড়ার) রবিউল ইসলামের ছেলে মোঃ জীবন (২০)কে, তার কাছে থেকে উদ্ধার করা হয় ২ কেজি গাজা ও মাদক কাজে ব্যবহৃত একটি পাখি ভ্যান। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।