নিজস্ব প্রতিবেদক : দর্শনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে নারী অপহরণ মামলার আসামী গ্রেফতার ও অপহৃত ভিকটিম উদ্ধার। জানাগেছে, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন ইসলাম বাজার গ্রামের মোঃ আখতার হোসেন @ বাইলা (৫৬), পিতা- মৃত নুরু মিয়া থানায় আসিয়া এজাহার দাখিল করেন যে, বাদীর মেয়ে মোছাঃ সিনথিয়া তাসনিম @ বান্নি (১৬) দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী। বাদীর মেয়েকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে ১নং আসামী প্রায়ই সময় বাদীর মেয়েকে প্রেমের প্রস্তাব দেওয়া সহ বিভিন্নভাবে উত্ত্যাক্ত করিতো। কিন্তু বাদীর মেয়ে ১নং আসামীর প্রস্তাবে রাজি না হইলে তাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি সহ অপহরণ করিবার হুমকি ধামকি প্রদান করতো। এরই ধারাবাহিকতায় গত ১৫ জানুয়ারি বিকাল ৫ ঘটিকার সময় বাদীর মেয়ে বাসা হইতে দর্শনা ইসলাম বাজার প্রাইভেট পড়তে যাওয়ার সময় পথিমধ্যে দর্শনা থানাধীন ইসলাম বাজারস্থ দর্শনা পরিবার পরিকল্পনা ক্লিনিকের সামনে পাকা রাস্তার উপর পৌছানো মাত্র ১নং আসামী বাদীর মেয়েকে জোর পুর্বক একটি মাইক্রোবাসে তুলিয়া দর্শনা পুরাতন বাজারের দিকে নিয়ে চলে যায়। এবিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর নেতৃত্বে এসআই(নিঃ) অনুপ মুখার্জী সহ সঙ্গীয় অফিসার ফোর্স তথ্য প্রযুক্তি এবং বিশেষ সোর্সের মাধ্যমে সংবাদ প্রাপ্তি হয়ে রোববার (১৯জানুয়ারি) বেলা ২ টার দিকে চুয়াডাঙ্গা সদর থানাধীন কোর্ট এলাকায় অভিযান পরিচালনা করে আটক করা হয় অপহরণ মামলার আসামি মোবারকপাড়া (রেল কলোনী) পাড়ার শাহিনের ছেলে ইয়াসিন আরাফাত @ সোহান (২০) কে। উদ্ধার করা হয় অপহৃত ভিকটিম মোছাঃ সিনথিয়া তাসনিম @ বান্নি (১৬) কে। বর্নিত ঘটনায় দর্শনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে।