• রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক টঙ্গীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা :  মৃত্যু ঘিরে রহস্য গাজীপুরে হানিট্র্যাপের অভিনব কৌশলে যেভাবে শিকার হন যাত্রীরা ট্রাভেল ব্যাগে মাথা বিহীন আট টুকরো মরদেহ উদ্ধারের রহস্য উদ্ঘাটন : স্ত্রীকে অনৈতিক কথা বলার কারণে খুন হয় অলি : মূলহোতা সহ আটক-৩ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ টঙ্গীতে ট্রাভেল ব্যাগে মিলল যুবকের খণ্ডিত মরদেহ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি মরহুম বাচ্চু মিয়ার স্মরণে টঙ্গীতে দোয়া ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  টঙ্গী থানা বিএনপির উদ্দ্যোগে ৫ আগস্ট বিজয় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযান: গ্রেপ্তার ৯, অস্ত্র-মাদক উদ্ধার

grambarta / ১৩৭ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে ‘ছিনতাইকারী চক্রের’ ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (২০ জানুয়ারি) সংস্থাটি জানিয়েছে, এ অভিযানে বিপুল পরিমাণ দেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। র‍্যাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে কিছু দুষ্কৃতকারী ছিনতাই ও ডাকাতির মাধ্যমে জনমনে চরম আতঙ্কের সৃষ্টি করে। বিগত কিছুদিন ধরে রাজধানীর উত্তরা, আব্দুল্লাহপুর, টঙ্গী ইত্যাদি এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যায়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ্যে ছিনতাইয়ের ফুটেজ প্রচারিত হয়। স্থানীয়রা র‍্যাব-১ এর কাছে এ সংক্রান্ত অভিযোগ করে। এতে আরও বলা হয়, অভিযোগ পাওয়ার পর র‍্যাব-১ গোয়েন্দা নজরদারি শুরু করে এবং জানতে পারে যে টঙ্গীর মাজার বস্তিতে অবস্থান করে কিছু চক্র স্থানীয় বাসযাত্রী, চাকরিজীবী এবং পেশাজীবী মানুষের ব্যক্তিগত ফোন, মানিব্যাগ ইত্যাদি ছিনতাই করে চরম দুর্ভোগ সৃষ্টি করছে। চক্র শনাক্তের পর র‍্যাব-১ মাজার বস্তিতে একটি সাঁড়াশি অভিযান চালায় এবং চিহ্নিত ছিনতাইকারীদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- চক্রের নেতা মো. শামীম (২১), মো. বিল্লাল (১৮), সুমন (১৯), শাওন (২৬), মিনারুল (২৭), রুবেল, (২৩), রানা (২৫), রাশেদ (২৫) এবং সুজন (২১)। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ১৫ ডিসেম্বর মাজার বস্তিতে মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম বাবু (কিং বাবু) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অপর মাদক ব্যবসায়ী লাইলীর দলের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ৩ জন হিজড়া সম্প্রদায়ের ব্যক্তি আহত হন। সংঘর্ষ শেষে তারা এলাকা থেকে পালিয়ে যায়। র‍্যাব-১ তাদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক এবং একটি গ্যাস গানের কার্তুজ উদ্ধার করে। উদ্ধার সামগ্রির তালিকায় উল্লেখ করা হয়, ৮৪ হাজার ৫১০ টাকা, ১৮ মার্কিন ডলার, আড়াই লিটার বিদেশি মদ, আধা লিটার বিদেশি বিয়ার, ৪৪ পুড়িয়া হেরোইন, ৩২টি দেশি অস্ত্র, ৫টি সিসিটিভি ক্যামেরা, ১ রাউন্ড গুলি, ২টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড এবং একটি হাত ঘড়ি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর