নিজস্ব প্রতিবেদক : দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮০ (আশি) বোতল ফেন্সিডিল ও মাদক বহনকাজে ব্যবহৃত ১টি পিকআপ সহ এক মাদক কারবারিকে আটক করেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১ টার দিকে দর্শনা থানাধীন নেহালপুর পশ্চিমপাড়া ফাঁকা মাঠের পাকা রাস্তার উপর থেকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানাধীন হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের এএসআই (নিঃ) মোঃ ছগীর হোসেন সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন নেহালপুর পশ্চিমপাড়া ফাঁকা মাঠ এর পাকা রাস্তার উপর। এসময় আটক করা হয় দর্শনা পৌর এলাকার আজমপুর রবিউল হোসেনের ছেলে মোঃ সজিব হোসেন (২৩)কে। তার কাছ থেকে উদ্ধার করা হয় অবৈধ মাদকদ্রব্য ৮০ (আশি) বোতল ফেন্সিডিল যাহার মূল্য অনুমান ২ লক্ষ ৪০ হাজার টাকা ও মাদক বহনকাজে ব্যবহৃত ১টি পিকআপ, মূল্য অনুমান ১৬ লক্ষ টাকা। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।