নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী গাজীপুরা এলাকায় হোপ লোন এপারেল লিমিটেড এর শ্রমিকরা ৬ দফা দাবি আদায়ের জন্য শ্রমিক আন্দোলন করেছেন। শনিবার (১ফেব্রুয়ারী) সকালে থেকে কর্মবিরতী সহ আন্দোলন অব্যাহত রাখে শ্রমিকরা । জানাগেছে, হোপ লোন এপারেল লিমিটেড এর নতুন কান্ট্রি জি এম(রায়হান রাফি খান) এর ক্রমাগত দুর্ব্যবহারের ফলে শ্রমিকরা খিপ্ত হন এবং তার পদত্যাগ সহ ৬ দফা দাবি পেশ করেন। শ্রমিকদের একটা দল নতুন কান্ট্রি জি এম এর খারাপ ব্যবহার এবং মহিলাদের উপর করা নির্যাতনের প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে শনিবার সারাদিন আন্দোলন ও কর্ম বিরতি করেন তারা। পরবর্তীতে ফ্যাক্টরির মালিকপক্ষ শ্রমিকদের ফ্যাক্টরির ভিতরে অবরুদ্ধ করে রাখেন। এ ব্যাপারে জানতে পেরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ইনস্পেক্টর ইসমাইল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় শিল্প পুলিশের ইন্সপেক্টর ইসমাইল হোসেন হ্যান্ড মাইক দিয়ে শ্রমিকদের এবং কোম্পানির উদ্দেশ্যে একটি খুদে বার্তা পেশ করে সান্ত থাকার আহবান জানান। শ্রমিকদের আন্দোলনের চাপে পরবর্তীতে নতুন কান্ট্রি জি এম(রায়হান রাফি খান)সহ আরো দুজন পদত্যাগ করতে বাধ্য হন। শ্রমিকদের ছয় দফা দাবি সম্পর্কে জানতে চাইলে শ্রমিকদের মধ্যে থাকা একটি কুচক্রী মহল শ্রমিকদের সাথে সাংবাদিকদের কথা বলতে বাধা দেয়। যা খুবই নিন্দনীয় বলে জানান সচেতন মহল ও ভিতরে আটকে থাকা শ্রমিকদের স্বজনরা। শেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ছয়টা) শ্রমিকরা কারখানার মধ্যে ছিলো। ঘটনার বিষয়ে জানার চেষ্টা করলে কারখানা কর্তৃপক্ষ সাংবাদিকদেরকে ভেতরে প্রবেশ করতে দেয়নি এবং কথা বলতে রাজি হয়নি। এ বিষয়ে শিল্প পুলিশের ইন্সপেক্টর ইসমাইল হোসেন জানান ঘটনার খবর পেয়ে আমরা কারখানার সামনে এসেছি কিন্তু ভিতরে প্রবেশ করতে পারিনি। তবে জানতে পেরেছি ৩ জন কর্মকর্তা পদত্যাগ করেছেন তবে পরিস্থিতি স্বাভাবিক আছে।