নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিনের বাসায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রভাষক বসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল আলম শুক্কুর, এসময় উপস্থিত অতিথিবৃন্দ ৩১ দফার গুরুত্ব তুলে ধরে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান এবং আওয়ামী লীগের সমালোচনা করেন। অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।