নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব আখেরি মোনাজাতের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করেছে। টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত এই মহাসম্মেলনে অংশ নিয়েছিলেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। আখেরি মোনাজাতের মাধ্যমে তারা বিশ্বশান্তি, মুসলিম উম্মাহর ঐক্য ও মানবতার কল্যাণ কামনা করেছেন। বিশ্ব ইজতেমা ইসলামী ঐক্য ও ভ্রাতৃত্বের এক অনন্য মিলনমেলা। প্রতি বছর বাংলাদেশের টঙ্গীতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ হিসেবে পরিচিত। এবারের ইজতেমা তিন পর্বে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হয়েছে, যার তৃতীয় পর্বটি ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আখেরি মোনাজাতের সময় পুরো এলাকা এক অপার শান্তি ও আধ্যাত্মিক আবেশে ভরে উঠে। মুসল্লিরা একসাথে হাত তুলে প্রার্থনা করেন, তাদের কণ্ঠে ধ্বনিত হয় আল্লাহর রহমত ও মাগফিরাতের আকুতি। এই মোনাজাত শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয়, বরং এটি মানবতার জন্য এক সুগভীর বার্তা বহন করে। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে কল্যাণ কামনা করা হয়।
বিশ্ব ইজতেমার এই আয়োজন শুধু ধর্মীয় ভাবগাম্ভীর্যেই সীমাবদ্ধ নয়, এটি সামাজিক ও সাংস্কৃতিক সম্প্রীতিরও এক উজ্জ্বল দৃষ্টান্ত। লাখ লাখ মানুষের সমাগম সত্ত্বেও সুশৃঙ্খলভাবে সব কার্যক্রম সম্পন্ন হয়েছে, যা আয়োজনের সফলতাকে আরও উজ্জ্বল করেছে। আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের সমাপ্তি ঘটলেও এর মাধ্যমে ছড়িয়ে পড়া শান্তি ও ঐক্যের বার্তা বিশ্বজুড়ে মানুষের হৃদয়ে স্থান পাবে। এই মহাসম্মেলন মুসলিম উম্মাহর মধ্যে নতুন করে আত্মবিশ্বাস ও উদ্দীপনা সৃষ্টি করেছে, যা আগামী দিনেও তাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।