• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০১:১০ অপরাহ্ন

কেরু চিনিকল এলাকায় আবারও চারটি বোমা উদ্ধার

grambarta / ৭৫ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ভারী শিল্প প্রতিষ্ঠান দর্শনা কেরু এন্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড। মিলটি দর্শনা শহরের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রতিষ্ঠিত। বেশ কয়েক দিন থেকে চিনিকল এলাকায় একের পর এক লাল, কালো স্কচটেপ দ্বারা মড়ানো বোমা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ। নিষ্ক্রিয় করা হয়েছে বোমাগুলো। তবে কারা এই কাজের সাথে জড়িত সেটা এখনো সনাক্ত করতে পারিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে অপরাধীদের শনাক্ত করতে মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিষ্ঠানটি ঘিরে তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনি। রোববার আবারো ৪টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী। এতে এলাকায় বেশ তোলপাড় শুরু হয়েছে। গোটা এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া তল্লাশি এক পর্যায়ে দুপুরে কেরু চিনিকল এলাকায় এই বোমাগুলো উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ও শনিবার (১৫ ফেব্রুয়ারি) কেরু এ্যান্ড কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন স্থানে একই বোমা উদ্ধার করা হয়। এরপরই দুদিন রাজশাহী থেকে আসা র‍্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌছে বোমা দুটি নিস্ক্রিয় করেন। এছাড়া বোমা দুটি শক্তিশালী বলেও জানান তারা। দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শহীদ তিতুমীর এ তথ্য নিশ্চিত করে বলেন, পরপর দুটি বোমা উদ্ধার হওয়ায় যৌথবাহিনী কেরু এলাকায় তল্লাশি শুরু করে। এতে চারটি বোমা উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর