নিজস্ব প্রতিবেদক : দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল সহ আকন্দবাড়িয়ার নজরুল ইসলাম @ কালু নামে এক মাদক কারবারিকে আটক করেছে। রোববার (১৬ ফেব্রুয়ারী) রকত সাড়ে ৯ ঘটিকার সময় দর্শনা থানাধীন আকুন্দবাড়ীয়া তমালতলা গ্রামস্থ দর্শনা টু জীবননগর গামী হাইওয়ে রাস্তার আকুন্দবাড়ীয়া তমালতলা জামে মসজিদ এর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃতর কাছ থেকে উদ্ধার করা হয় ২০ বোতল ফেন্সিডিল। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানার এসআই মোঃ মাসুদুর রহমান সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন আকুন্দবাড়ীয়া তমালতলা গ্রামস্থ দর্শনা টু জীবননগর গামী হাইওয়ে রাস্তার আকুন্দবাড়ীয়া তমালতলা জামে মসজিদ এর সামনে পাকা রাস্তার উপর। এসময় আটক করা হয় আকন্দবাড়ীয়া (রায়পাড়ার) দেলবার হোসেনের ছেলে নজরুল ইসলাম @ কালু (৪৫)কে। তার হেফাজত হতে উদ্ধার করা হয় অবৈধ মাদকদ্রব্য ২০ (বিশ) বোতল ফেন্সিডিল যাহার মূল্য অনুমান ৪০ হাজার টাকা।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।