নিজস্ব প্রতিবেদক : দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে। রোববার (১৬ ফেব্রুয়ারী) দর্শনা থানাধীন আকুন্দবাড়ীয়া আবাসনস্থ দর্শনা টু জীবননগর গামী হাইওয়ে রাস্তার জনৈক হাসান আলী (৪৫) এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্ত্বাবধানে দর্শনা থানার এসআই মোঃ মাসুদুর রহমান সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন আকুন্দবাড়ীয়া আবাসনস্থ দর্শনা টু জীবননগর গামী হাইওয়ে রাস্তার জনৈক হাসান আলী (৪৫) এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর। এসময় আটক করা হয় আকুন্দবাড়ীয়া (তমালতলা পাড়ার) জামাত আলীর ছেলে মুক্তার আলী (৩৫) কে। তার কাছ থেকে উদ্ধার করা হয় অবৈধ মাদকদ্রব্য ১ (এক) কেজি গাঁজা যাহার মূল্য অনুমান ৩০ হাজার (ত্রিশ হাজার)। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।