• বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল’র বিরুদ্ধে দুদকের মামলা

grambarta / ২৯ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুর-২ আসনের সাবরক সংসদ সদস্য ও সাবরক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া তার স্ত্রীর নামে থাকা সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারী) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আক্তার হোসেন জানান, জাহিদ আহসান রাসেলের নামে ৫ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৭৭০ টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া যায়। এই সম্পদ অর্জনে তার আয়ের উৎস পাওয়া যায় ২ কোটি ৮ লাখ ৪৩ হাজার ২০ টাকা। বাকি ৩ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ৭৫০ টাকার কোনো বৈধ আয়ের উৎস পাওয়া যায়নি। যা তিনি ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে অর্জন করেছেন।রাসেলের স্ত্রী মিসেস তাহেরা খাদিজার নামে ৪৮ লাখ ২৫ হাজার ৯৭৮ টাকা মূল্যের সম্পদ পাওয়া যায়। তার আয়ের উৎস পাওয়া যায় ৩১ লাখ ৫৩ হাজার ২৭৬ টাকা এবং পারিবারিক অন্যান্য খাতে ব্যয় পাওয়া যায় ২৭ লাখ ৮৮ হাজার ৪৭৮ টাকা। নিট আয়/সঞ্চয়ের চেয়ে ২০ লাখ ৩৬ হাজার ৫২২ টাকার সম্পদ বেশি পাওয়া গেছে। যার কোনো গ্রহণযোগ্যতা পাওয়া যায়নি। এ ছাড়া রাসেলের পাঁচটি ব্যাংক হিসাবে সন্দেহজনক ৮ কোটি ৮৭ লাখ ৫৫ হাজার ৯০৮ টাকা জমা ও ৮ কোটি ৬৩ লাখ ৯ হাজার ৯১৬ টাকাসহ মোট ১৭ কোটি ৫০ লাখ ৬৫ হাজার ৮২৪ টাকা উত্তোলন, হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করেছেন বলে অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর