নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে মাদক পরিবহনের অভিযোগে আটক একটি প্রাইভেটকার থানায় নেওয়ার পর মালিকানা যাচাই না করেই ১ লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ওসি জয়নাল আবেদীন মণ্ডল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় একটি হ্যারিয়ার (ঢাকা মেট্রো ঘ-২১-৯৩৮০) গাড়িতে মাদক পরিবহন করা হচ্ছে-এমন তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক দ্রুত পালানোর চেষ্টা করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি অটোরিকশা ও পথচারীকে ধাক্কা দেয়। পরে চালক ও মাদক কারবারিরা গাড়িটি ফেলে পালিয়ে যায়। এরপর শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে অভিযোগ উঠেছে, জব্দ না দেখিয়ে রাতের আঁধারে মাত্র ১ লাখ টাকার বিনিময়ে গাড়িটি ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে এসআই আব্দুল লতিফ বলেন, গাড়িটি থানায় নেওয়ার পর কীভাবে ছাড়া হয়েছে, তা আমি জানি না। শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, গাড়িটি মাদক পরিবহনের সঙ্গে জড়িত ছিল না। এটি দুর্ঘটনার শিকার হয়েছিল। এক শিশু গাড়িটি নিয়ে বের হলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। পরে শিশুসহ গাড়িটি থানায় নিয়ে আসা হয়। যেহেতু এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি, তাই গাড়ির প্রকৃত মালিককে আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র : কালবেলা