নিজস্ব প্রতিবেদক : দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে। রোববার (২৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১ সময় দর্শনা থানাধীন ঝাঝাডাঙ্গা ঈদগাহপাড়া গ্রামস্থ আটকৃত আসামী মোঃ হৃদয় (২৫) এর দক্ষিন দুয়ারি একতলা পাঁকা বসত বাড়ীর উঠান থেকে তাকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর নেতৃত্বে দর্শনা থানার এসআই মোঃ মাসুদুর রহমান সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন ঝাঝাডাঙ্গা ঈদগাহপাড়া গ্রামস্থ সুন্নত আলীর মোঃ হৃদয় (২৫) এর বাড়িতে এসময় তার দক্ষিন দুয়ারি একতলা পাঁকা বসত বাড়ীর উঠান থেকে আটক করা হয়। উদ্ধার করা হয় অবৈধ মাদকদ্রব্য ১৫ (পনের) কেজি গাঁজা, মূল্য অনুমান ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।